Friday , 15 December 2023 | [bangla_date]

আলু আমদানির মেয়াদ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

হাকিমপুর প্রতিনিধি\ আমদানি অনুমতি পত্রের (আইপি)র মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ হয়েছে।
ফলে দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। তাই দাম ক্রেতা সাধারণের নিয়ন্ত্রণে রাখতে আরো অন্তত ১৫ দিন মেয়াদ বাড়ানো দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আলু আমদানি করা অনুমতি ছিল। কিন্তু ১৫ ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগে থেকে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে আলু আমদানি বন্ধ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আইপির মেয়াদ বাড়ানো না হলে পেঁয়াজের মতো আলুর বাজার অস্থির হয়ে পড়বে।
তারা বলছেন দেশে উৎপাদিন নতুন আলু এখনো বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। পর্যাপ্ত সরবরাহ হতে আরো অন্তত ১৫ দিন সময় লাগবে। সেই দিন বিবেচনা আমদানির অনুমতি মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। এর আগে আগস্ট মাসে দেশের বাজারে আলুর সংকট দেখা দেওয়ায় দাম নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে। তাই দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের দূদর্শার কথা মাথায় রেখে ৩০ অক্টোরব দেশে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করেন বন্দরের ব্যবসায়ীরা। ফলে কেজিতে ৮০ থেকে ৯০ দরে বিক্রি হওয়া আলুর দাম ৩৮ থেকে ৪২ টাকায় নেমে আসে।
হিলি স্থলবন্দরের আমদানি শহিদুল ইসলাম বলেন, বাজারে এখনো পর্যন্ত নতুন আলু উঠতে শুরু করেনি। যেটুকু পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। এমন অবস্থায় আলু আমদানি বন্ধ হয়ে গেলে দাম নিয়ন্ত্রহীন হয়ে পড়বে। তাই সরকারের কাছে আবেদন আরো ১৫ দিন আমদানির মেয়াদ বাড়ানো হোক।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সহ-সভাপতি শাহিনুর ইসলাম বলেন, যে পরিমাণ আলু আমদানির আইপি জমা দিয়েছে ব্যবসায়ীরা তা এখনো আমদানি সম্পন্ন করতে পারেনি। তাই দাবি আমদানির মেয়াদ আরো বাড়ানো হোক।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ১৭৮ টি ভাতরীয় ট্রাকে ৩০ হাজার ৭৭৩ মেট্রিকটন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বজ্রপাত রোধে বোচাগঞ্জে তালবীজ বপন কার্যক্রম শুরু শুভসংঘের

ঠাকুরগাঁওয়ের জয়িতা মহসিনার জীবন-সংগ্রামের গল্প

খানসামায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রভাবশালীর আলু মজুদ অবশেষে সরানো হলো

রাণীশংকৈল ৭ হাজার করোনার ভ্যাকসিন পৌঁছেছে!

বোচাগঞ্জের বাড়েয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি গঠন নিয়ে অভিনব প্রতারনার অভিযোগ

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দিনাজপুরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্থ

আটকে পড়া মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে চিরিরবন্দরে সেপটিক ট্যাংকে নেমে দুই ভ্যানচালকের মৃত্যু

বীরগঞ্জে বলদিয়াপাড়া বালু মহল ইজারা বাতিল দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা উদ্বোধন