Tuesday , 19 December 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বেদম মারপিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাঁশের বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মদিনা বেগম (৪০) গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা রুজু হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খোদাতপুর কলোনী এলাকার বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের সাথে একই এলাকার মৃত মোস্তাক আনসারীর ছেলে আরমান আনসারীর সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
এমতাবস্থায় গত বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন বাড়ির সীমানা বাঁশের বেড়া দেন। এতে বিবাদী আরমান আনসারী (৩৫) ও তার বোন আঞ্জুয়ারা বেগম (২৫) ক্ষিপ্ত হয়ে বেড়া ভেঙ্গে দিয়ে আর্থিকভাবে ক্ষতিসাধন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন গত শুক্রবার দুপুরে মসজিদে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচারপ্রার্থী হলে শালিস বৈঠকের জন্য আলাপ আলোচনা চলাকালে বিবাদীরা মুক্তিযোদ্ধার স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করে সেখান থেকে দ্রæত পালিয়ে যায়।
পরে আবারও বিবাদী আরমান আনসারী ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোডা ও ধারালো ছোরা নিয়ে বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেনের বাড়িতে গিয়ে তার স্ত্রী মদিনা বেগমকে বেদম মারপিট করে। এতে মদিনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফোলা ও দুই পায়ে একাধিক আঘাত প্রাপ্ত হয়। এছাড়াও তার গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে চলে যায় বিবাদীরা। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় মদিনা বেগমকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতার করে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?

ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?

দিনাজপুরে হ্যাভেনলি টাচ্ এর উদ্দোগে পিঠা উৎসবে বক্তারা যুগ যুগ ধরে গড়ে উঠা বাঙ্গালী সংস্কৃতির ঐতিয্য পিঠা উৎসব নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রজন্মদের কাছে অবদান রাখবে

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর ধারের কাশফুলের শুভ্রতায় ছুটছেন সবাই !

প্রস্তুত গোর-এ শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়

জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাচনে ড. হাসনাইন আখতার সভাপতি ও আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সিপিডি’র সংলাপ অনুষ্ঠিত

আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ – মির্জা ফখরুল

রাণীশংকৈলে আসিয়াব কর্তৃক শীতার্থদের মাঝে ৩শত কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে তেরেজা ও বিদ্যালয় দিবস

ঘোড়াঘাটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বাদশাকে সংবর্ধনা