Friday , 29 December 2023 | [bangla_date]

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লীগের চ্যাম্পিয়ন ‘ভলিবল ফ্রেন্ডস’

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ভলিবল লীগ-২০২৩’ এর চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ভলিবল ফ্রেন্ডস।
মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে চুড়ান্ত খেলায় অংশ নেয় সাদা-নীল রঙের জার্সিতে ভলিবল ফ্রেন্ডস বনাম নীল-কমলা রঙের জার্সিতে দিনাজপুর ইনস্টিটিউট। প্রধান অতিথি হিসেবে চূড়ান্ত খেলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
বেস্ট অফ থ্রি’র খেলায় দিনাজপুর ইনস্টিটিউট ১ম সেটে ১৪, ২য় সেটে ১৪ এবং ৩য় সেটে ১২ পয়েন্ট অর্জন করে। আর ১ম সেটে ২৫, ২য় সেটে ২৫ এবং ৩য় সেটেও ২৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয় ভলিবল ফ্রেন্ডস।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি আব্দুস সামাদ, জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক মো. আরেফিন, সাবেক ভলিবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক সাইফুর রহমান, মো. ইকবাল, মো. রায়হানুল ইসলাম, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-কমিটির আহবায়ক সমীরন ঘোষ, সংস্থার নির্বাহী সদস্য ও ভলিবল উপ কমিটির সদস্য সচিব আনিস হোসেন দুলাল, নির্বাহী সদস্য আবু শাহীন, জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
চুড়ান্ত খেলাটি পরিচালনা করেন রেফারী মো. বোরহান উদ্দিন, সহকারি রেফারী মোরশেদ উল আলম, লাইনস জাজ আব্দুর রহিম ও নবিউল ইসলাম এবং স্কোরার শোয়াইব।
সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব। চুড়ান্ত খেলাটি বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সোমবার ১৫টি দলের অংশগ্রহণে দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে ‘ভলিবল লীগ’ শুরু হয়। অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- ‘ক’ গ্রæপে দিনাজপুর ইনস্টিটিউট, জিমন্যাস্টিক ক্লাব ও ভলিবল একাডেমি। ‘খ’ গ্রæপে ভলিবল পয়েন্ট, উত্তরণ ক্লাব, সেভেন স্টার ক্লাব ও দুর্বার সংঘ। ‘গ’ গ্রæপে ভলিবল ওয়ারিয়স, বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুব স্মৃতি সংসদ, কসমস ক্লাব ও ডেস্ট্রয়ার ক্লাব। ‘ঘ’ গ্রæপে ভলিবল ফ্রেন্ডস, বৈশাখী ইউনাইটেড, তরুণ সংঘ ও মিশনরোড স্পোর্টিং ক্লাব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল সংযোগ স্থাপন -রেলপথ মন্ত্রী

বোচাগঞ্জে প্রাণসিম্পদ সবো সপ্তাহ ও প্রর্দশনী ২০২৪ উদ্বোধন

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন সভাপতি প্রার্থী গিয়াস উদ্দীনের মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা

বীরগঞ্জে রাতের আঁধারে কেটে ফেলা হয় ৩৫০টি লাউ গাছ

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বাইসাইকেল বিতরণ

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের  বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

ইন্টার্ন ভাতা দাবিতে দিনাজপুরে নার্সদের কর্মবিরতী মানবন্ধন

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক -ভারতীয় হাইকমিশনার

ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে ——- জেলা প্রশাসক মাহবুবুর রহমান