Sunday , 31 December 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা মোল্লার মতবিনিম সভায় বাধার অভিযোগ

দীর্ঘ ২৪ দিনের আইনি লড়াইয়ের পর ভোটের ৭ দিন আগে অবেশেষে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লা।

ঢাকা থেকে ফিরে রোববার সকালে ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ ডাক বাংলোতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বমুহূর্তে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় করেন তিনি।

বক্তব্যের মাঝখানেই জনসভার অনুমতি আছে কিনা এমন প্রশ্নে বাঁধা প্রদান করেন ঠাকুরগাঁও জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম।

তাহমিনা মোল্লা বলেন, আমি জনগণের সেবিকা হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করি। কিন্তু নির্বাচন কমিশন আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে। জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য আমি বাংলাদেশের উচ্চ আদালতে একাধিক বার রিট করে গত বৃহস্পতিবার প্রার্থীতা ফিরে পেয়েছি। আজ আমি সহ আমার কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসলে গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রশাসন আমাকে বক্তৃতা দিতে বাধা প্রদান করে।

তিনি আরো বলেন, এর আগে ৩০ নভেম্বরে আমার সাথে পক্ষপাতীত্ব করা হয়েছে আজকেও আমার কথা বলার মাঝখানে থামিয়ে দেওয়া এতে কি প্রমাণিত হয়! ঠাকুরগাঁও বড়মাঠে যেতে অনুমতি লাগে বলে প্রশাসন বাধা প্রদান করেছে এতে আমি কিছু বলিনি। কিন্তু ডাক বাংলোতে বঙ্গবন্ধুর ম্যুরালে আসতে অনুমতি নিতে হবে এটা আজকে জানলাম। যারা জনগণের কথা বলেন তারা যে নির্যাতিত সেটা আজকে প্রমাণিত হয়েছে বলে জানান তিনি।

এ সময় স্বতন্ত্র প্রার্থী তাহমিনা মোল্লার সমর্থকরা সহ জেলা উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এক শতাংশ ভোটারের সমর্থন না থাকার অভিযোগে তাহমিনা মোল্লার মনোনয়নপত্র বাতিল করেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে আবেদ‌নের শুনা‌নি শে‌ষে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান তিনি। তাহমিনা মোল্লার সমর্থক আতাউর রহমান বিপ্লব বলেন, যে তাহমিনা মোল্লা এই উপজেলাতেই, দেশের সব প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তাঁর তথ্য জ্বালিয়াতি করে ১% ভোটারের সমর্থন না থাকার অজুহাতে প্রার্থিতা বাতিল করা এক হাস্যকর অপচেষ্টা, যে প্রশ্নে উচ্চ আদালতে আমরা সুবিচার পেয়েছি। কিন্তু বৈধ প্রার্থী হওয়া সত্ত্বেও গণসংযোগসহ সমস্ত নির্বাচনের কাজে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন যেটা অপূরণীয় ক্ষতি, এর বিচারের ভার আমরা ভোটারদের দিয়ে রাখছি।ভোটাররা ব্যালটের মাধ্যমে ৭ জানুয়ারি এর জবাব দেবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

ঠাকুরগাঁওয়ে পুলিশ- ম্যাজিস্ট্রেসি এর কনফারেন্স অনুষ্ঠিত

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় বিআরটিএ কর্মচারী নিহত

রুহিয়ায় ১০ বোতল ফেন্সিডিলসহ আটক এক

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা

পঞ্চগড়ে শিশু সংগীত ও নৃত্য প্রশিক্ষণ শুরু

বীরগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাইমেশিন ও বাই সাইকেল বিতরণ

ঠাকুরগাঁওয়ে দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা

তেঁতুলিয়ায় ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশে এবং বিদেশে কার্যকর চিকিৎসা সেবার সংযোগ গড়ে তুলতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জাপানী স্বাস্থ্য সেবা বিশেষজ্ঞের উদ্যোগ গ্রহণ