Wednesday , 13 December 2023 | [bangla_date]

ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ উৎসব মুখর পরিবেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বার্ষিক বনভোজন। শুক্রবার ঢাকার সাভারে অবস্থিত মিলিটারি ফার্মের পিকনিক স্পট-১ এ অনুষ্ঠিত বার্ষিক বনভোজনের আনন্দমুখর এই দিনটি সাজানো হয়েছিল ছোট-বড় সকলের কথা মাথায় রেখেই। সকাল থেকে সকলের অংশগ্রহণে ছিলো বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন। দুপুরের খাওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এরং সর্বশেষ সন্ধ্যায় আকর্ষণীয় লটারির মাধ্যমে দিনের সমাপ্তি ঘটে।
উক্ত আয়োজনের সফলতার অন্যতম কারণ ৫ শতাধিক বীরগঞ্জিয়াদের অংশগ্রহণ। বীরগঞ্জ সমিতির বর্তমান সভাপতি ড. আব্দুল হক হাফিজ ও সাধারণ সম্পাদক এবিএম ফখরুল আলমগীর এর বলিষ্ঠ নেতৃত্বে ঢাকাস্থ বীরগঞ্জিয়াদের বছরের অন্তত ১দিন মহামিলনের যে আয়োজন তার পিছনে নিরলস ভাবে কাজ করেছে বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রতিটি সদস্য।
আনন্দমুখর এই দিনটি সাজানো হয়েছিল ছোট-বড় সকলের কথা মাথায় রেখেই।সকাল থেকে সকলের অংশগ্রহণে ছিলো বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন। দুপুরের খাওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ সন্ধ্যায় আকর্ষণীয় লটারির মাধ্যমে দিনের সমাপ্তি ঘটে।
উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন বীরগঞ্জ-কাহারোল সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট মোঃ হামিদুল ইসলাম, বীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান সদ্য সচিব পদমর্যাদায় (গ্রেড-১) নিয়োগপ্রাপ্ত মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মমতাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ও উপদেষ্টা কমিটির সদস্য কর্ণেল এমটিএমএ মতিন, যুগ্ম কমিশনার (কাস্টমস ও ভ্যাট) পায়েল পাশা, মধুমিলন প্রোপার্টির স্বত্বাধিকারী মোঃ রেজওয়ানুল হক (রেজা), সেফওয়ে টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক খান, বীরগঞ্জ সমিতির সাবেক সভাপতি মোঃ আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক শফিউল ইসলাম জুয়েলসহ ঢাকাস্থ বীরগঞ্জ সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক সিরাতুন্নবী(সাঃ)মাহ্ফিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভেন্যু ৫টি কেন্দ্রে এস,এস,সি ও সমমান পরীক্ষার্থী ৩৩৯০ অনুপস্থিত ৫১ জন

আশা‘র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

পীরগঞ্জে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত

আ,লীগ শান্তি সমাবেশের নামে ফাতরামি করছে বক্তব্যে বলেন- ঠাকুরগাঁও বিএনপি নেতারা

রাণীশংকৈলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ঢাকা হতে গ্রেফতার

হরিপুরের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই-আব্দুল হামিদ

সাপে কাটলে হাসপাতালে যাওয়াই ভালো-ওঝা কাশেম হাজী