Tuesday , 19 December 2023 | [bangla_date]

দিনাজপুরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবসে শ্রদ্ধা

১৮ ডিসেম্বর দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর স্বাধীন দেশে দিনাজপুরে প্রথম গোর-এ-শহীদ বড় ময়দানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিবনগর সরকারের পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর চেয়ারম্যান অ্যাডভোকেট এম. আব্দুর রহিম এমপিএ।
এই দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জালালপুর গ্রামে এম আব্দুর রহিম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজনে ছিলেন এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র।
তবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এঁর মৃত্যুতে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়ায় রাষ্ট্রীয় শোক পালনের জন্য দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতা “বিজয় শোভাযাত্রা” সহ বিভিন্ন কর্মসুচী ১৯ ডিসেম্বর মঙ্গলবার যথারীতিভাবে পালন করা হবে। দুপুর ২ টা ৪৫ মিনিটে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শণ, বিকেল ৩ টায় গোর এ শহীদ বড় ময়দান হতে মুক্তিযোদ্ধা-জনতা বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করবে।
শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি শফিকুল হক ছুটু, সাধারন সম্পাদক চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামীসহ এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরতর আহত।

মশার উৎপাতে অতিষ্ঠ বীরগঞ্জ পৌরবাসী

বহুল আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় ৮নভেম্বর

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত

১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া  প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প

বীরগঞ্জে ইউপি নির্বাচনে প্রতীক পেয়ে জোরেশোরে প্রচারণায় নেমেছে প্রার্থীরা

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তারের জানাজা ও দাফন