Wednesday , 13 December 2023 | [bangla_date]

দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

সারা দেশের ন্যায় দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
১২ ডিসেম্বর-২০২৩ দিনাজপুর পৌরসভার আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার সকালে দিনাজপুর পৌরসভা চত্বরে একজন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ আবু তৈয়ব আলী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী মোঃ মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান সহ পৌরসভার স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার দিনাজপুর পৌরসভায় লক্ষমাত্রা আনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা- শিশুর সংখ্যা ২৯১৫ জন (নীল ক্যাপসুল) , ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৯৫৭৬ জন (লাল ক্যাপসুল)। ১২টি ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা-১২৮টি, ৮টি ওয়ার্ডে রাত্রিকালিন কেন্দ্রের সংখ্যা ৮টি। এর মধ্যে ১নং ওয়ার্ডে-লালবাগ ক্লাব, ৩নং ওয়ার্ডে- দিনাজপু পৌরসভা, ৪নং ওয়ার্ডে-মির্জাপুর বাস টার্মিনাল, ৬নং ওয়ার্ডে-ফকিরপাড়া মসজিদের সামনে, ৮নং ওয়ার্ডে-সদর হাসাপাতাল, ৯নং ওয়ার্ডে-ফুলাবাড়ী বাসস্ট্যান্ড, ১১নং ওয়ার্ডে-দিনাজপুর রেলওয়ে স্টেশন, ১২নং ওয়ার্ডে-কসবা রামকৃষ্ণ আশ্রম। এ সকল কেন্দ্রে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চলে। অপরদিকে একইদিন সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুর পৌরসভার সার্বিক তত্ত¡াবধানে শহরের রামনগর উন্নয়ন ক্লাব চত্বরে একজন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ রায়হান প্রমুখ।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত ইপিআই টিকা কেন্দ্রে এক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল মূখে তুলে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান , উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম,ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ,উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, সহকারী সার্জন ডাঃ নূর ই আজমীর ঝিলিক, মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু, ডাঃ আহসান হাবীব, ডাঃ মোঃ সা-আদ আস সামস সহ অন্যান্য চিকিৎসক ও ইপিআই কর্মীরা।
এ উপজেলার ৯৭টি নিকটস্থ টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১২ হাজার ৯৫৩ জন শিশুকে ১টি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩” শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য বিভাগের আয়োজন এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, অত্র হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর উপজেলার ১৪৬ টি সেন্টারে ৬ মাস-১১ মাস বয়সী ২৫০০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২০৬৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়া শিশুদের খাদ্য তালিকায় ভিটামিন ‘এ’ যুক্ত খাবার রাখতে অভিভাবকদের সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে তারেক রহমানের ঈদ উপহারসামগ্রি বিতরণ

বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার পক্ষে সংবাদ সম্মেলন

করোনা কালিন সময়ে এবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছে পরিচয়পত্র-

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুলিশের ফায়ারিং রিহার্সাল থেকে বাড়ীতে গুলিবিদ্ধ কিশোরী !

বোচাগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে ২৫ বছরের সৌরচালিত বিদ্যুত পাম্প এক বছরেই নষ্ট সুদ আসলে ১৫ কোটি টাকা ঋণের টাকা আদায়ে চলছে মামলা-জমি নিলাম

বীরগঞ্জে পুকুরের পানিতে ডু*বে শিশুর মৃ*ত্যু

বালিয়াডাঙ্গীতে বিএনপির সভায় আ.লীগের হামলা, অর্ধশতাধিক নেতাকর্মী আহত