Monday , 18 December 2023 | [bangla_date]

দিনাজপুর -১ আসনে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছে মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ‘শেখ হাসিনার সরকার – বার বার দরকার’’ এই প্রতিপাদ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের বিভিন্ন হাট-বাজারে শেখ হাসিনা‘র উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করছেন দিনাজপুর -১ আসনের বর্তমান এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত (নৌকা মার্কার) প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১৭ ডিসেম্বর -২০২৩) বীরগঞ্জ পৌরসভার হরি মন্দিরে আলোচনা সভার মাধ্যমে শত শত নেতাকর্মী নিয়ে প্রচারনা শুরু করছেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ আসনে দীর্ঘদিন ধরে ত্যাগী আওয়ামীলীগ কর্মীদের নিয়ে শুরু করেছেন গণসংযোগ। সময় যতই ঘনিয়ে আসছে,মনোরঞ্জন শীল গোপাল কে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন তৃণমুল আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগে স্থানীয় মুক্তিযোদ্ধা, আদিবাসী জনগোষ্ঠী সহ সকল জাতিধর্ম নির্বিশেষে এই গণসংযোগে যোগদেন।

মনোরঞ্জন শীল গোপাল চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ও তাঁর ব্যক্তি ইমেজ কে কাজে লাগিয়ে, তৃণমুল আ‘লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র গুলো তুলে ধরে দিনাজপুর-১ আসনের বিভিন্ন এলাকায় চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দিনাজপুর -১ আসনে অনেক প্রার্থী আলোচনায় থাকলেও জনপ্রিয়তা, সততা এবং রাজনৈতিক আদর্শের শক্তিকে কাজে লাগিয়ে প্রার্থী হিসেবে ১ম সাড়িতে রয়েছেন মনোরঞ্জন শীল গোপাল।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নির্বাচনী যুদ্ধে প্রতিদ্বন্দিতা করতে হলে মনোরঞ্জন শীল গোপালের কোন বিকল্প নাই, এখানে সঠিক নেতৃত্ব দেবার মতো জনবল, পারিবারিক ঐতিহ্য, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি গ্রহনযোগ্যতা সবই মনোরঞ্জন শীল গোপালের মধ্যে রয়েছে। নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনিল চক্রবর্তী, সাধারন সম্পাদক রতন চন্দ্র রায়, বাংলাদেশ উপজেলা পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক উত্তম রায়, বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, জেলা আওয়ামী লীগের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, ডাঃ ডি সি রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামীম ফিরোজ আলম,মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া,মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক কান্তজীউ মন্দির টেরাকোটা অনন্য নিদর্শন

বীরগঞ্জের কবিরাজ হাট কলেজের ১টিও শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন দিনাজপুরে দোয়া-মাহফিল আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে

পীরগঞ্জে আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

খুব শিগগির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর আগমনে ফুলেল শুভেচ্ছা

চিরিরবন্দরে আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লিখল কারা?

কাম বালা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি একটি শিক্ষনীয় বিষয়। —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি

আটোয়ারীতে ব্যাপক ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ! প্রতিরোধে ক্যাম্পেইন

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ,২৫ মার্চ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতিমূলক সভা