Wednesday , 27 December 2023 | [bangla_date]

দিনাজপুর-৬ আসনে প্রার্থিতা ফিরে পেয়েই প্রচারে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ

প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনী মাঠে নেমেছেন দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোডাঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।
রোববার রাত আটটার দিকে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এক লিখিত আদেশের মাধ্যমে তিনি প্রতীক বরাদ্দ পান। পরে ঈগল প্রতীক পেয়ে তিনি নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
শাহনেওয়াজ ফিরোজ সোমবার বিকেল চারটায় বিরামপুরের ঢাকামোড় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারকাজ শুরু করেছেন। শাহনেওয়াজ ফিরোজ বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য কাজ করবেন। সেই সঙ্গে বিরামপুর উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের দাবি বিরামপুর জেলা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
শাহনেওয়াজ ফিরোজের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে পেশায় তিনি একজন আয়কর আইনজীবী।
গত ২৭ নভেম্বরর দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন শাহনেওয়াজ ফিরোজ। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী আসনে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর-সংক্রান্ত ত্রুটির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
৭ ডিসেম্বর মনোনয়ন বাতিলের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে তিনি আপিল করেন। ১২ ডিসেম্বর শুনানি শেষে আবেদন খারিজ করে নির্বাচন কমিশন। ১৬ ডিসেম্বর হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। ২১ ডিসেম্বর শুনানি শেষে সেই আপিলও খারিজ করেন হাইকোর্ট। ২২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিলিয়েট ডিভিশনে রিট করলে ওই দিন বিকেলে শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিমের বিচারক বেঞ্চ তাঁর প্রার্থিতার পক্ষে রায় দেন। প্রার্থিতা ফিরে পেয়েই তিনি পুরোদমে নির্বাচনের মাঠে কাজ করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ঝলমলে রোদেও সর্বনি¤œ তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮-৯ ডিগ্রিতে

আটোয়ারীতে পদ্মা সতেুর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা

বালিয়াডাঙ্গীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে কাজ চলছে ৯ দপ্তর, পদ শূন্য ১০

পীরগঞ্জে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

বিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের দুই মামলায় জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ !

উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

ঘোড়াঘাটে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক সেবাসমূহে অন্তর্ভুক্তিকরণ কর্মশালা

দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে স্মার্ট লাইভস্টক সার্ভিস কমপ্লেক্স উদ্যোক্তা উন্নয়নে ও খামারীদের সেবায় ব্যাপক সাড়া জাগিয়েছে