Saturday , 30 December 2023 | [bangla_date]

দেশকে একটি সুন্দর সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন -রমেশ চন্দ্র সেন

মোঃ মজিবর রহমান শেখ,,
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মার্কার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেছেন, একটি সুন্দর সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সোনার বাংলা করতে হলে সোনার মানুষ করতে হবে। কাকে করতে হবে, তরুন প্রজন্মকে। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল হচ্ছে, ইপিজেড হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হচেছ, সায়লো হচ্ছে। একটা হচ্ছে খুলনায়, আরও একটা এখানে হচ্ছে। ৭ তারিখে আপনারা ভোট দিবেন। তিনি শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, বালিয়ার সমাবেশ জনসমুদ্র হয়েছে। এখানে যে সমাবেশ সৃষ্টি করা হয়েছে তার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের চাহিদা অনেক। তার মধ্যে একটি চাহিদা রয়েছে সেটির ব্যাপারে এই সমাবেশে বলতে পারবো না। কারণ আচরণ বিধি লঙ্ঘন হোক এটা আমি চাইনা। আমরা ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই এত বড় ইউনিয়নগুলিতে আমাদের অনেক কাজ। এই কাজগুলি একটি একটি করে পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রনালয়ে থেকে আমি সমাধান করেছি। আমাদের খাদ্য গুদামগুলো কে করেছে, আমি করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারই আদেশে এবং আমার সু-কৌশলে এগুলো বাস্তবায়ন করেছি। তিনি আরও বলেন, ভুল্লি থানা করেছি। আপনাদের আরও চাহিদা আছে, চাহিদা থাকাই স্বাভাবিক। আমরা এখানে সমাবেশে এসেছি আগামী নির্বাচনের জন্য। আপনাদের সাংাবিধানিক যে অধিকার, ভোটের অধিকার প্রয়োগে সহায়তা করার জন্য এসেছি। আগামী ৭ জানুয়ারি তারিখে ভোট প্রয়োগ করবেন, সেই ভোটে যদি জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে চান, আবার আমার মত নগন্য লোককে সেবা করার সুযোগ দেন আপনাদের অনেক ধন্যবাদ জানাবো। আমরা যাহা বলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যেমন আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিদ্যুৎ দিয়েছি। সেই সাথে সকল রাস্তার কাজ প্রায় শেষ করে দিয়েছি। স্কুল, কলেজ, মাদ্রাসা বিল্ডিং আমরা যতগুলো করেছি, ঢাকা, চিটাগাং ছাড়া কেউ করেনি। তার পরও যদি আপনাদের আশা পূরণ না হয় তাহলে ভোটের পর দেখা যাবে। আমি এ সমাবেশের মত সমাবেশ ভোট সেন্টারে দেখতে চাই। সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আমরা কিন্তু বিএনপি-জামায়াতকে ডেকেছিলাম, কিন্তু তারা আসেনি। তাই বলে কি সংবিধান বাতিল হবে। কখনো না। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সহ সভাপতি সানোয়ার পারভেজ পুলক, ঠাকুরগাঁও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সাবেক জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার প্রমুখ। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মুক্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় শোক দবিস উপলক্ষে বৃক্ষরোপণ র্কমসূচি ও আলোচনা সভা

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

ঐতিহ্যবাহী বোদা ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

চিরিরবন্দরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা

বীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা-মা

বালিয়াডাঙ্গীতে একাদশ স্কাউট সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ৫ জন স্কুলছাত্রী করোনায় আক্রান্ত দুই শ্রেণির ক্লাস বন্ধ

আহসান কবিরের গান ‘ভালোবাসার রঙ মাখো’

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের  নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ভবনের বিমে ফাটল ও ঝুঁকিপূর্ণ যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারে

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দরদ্রি-অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরণ