Monday , 25 December 2023 | [bangla_date]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে চাচাতো ২ ভাইয়ের জমজমাট লড়াই জমে উঠেছে !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ের ৩টি সংসদীয় আসনের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ঠাকুরগাঁও-২ আসন। ইতিমধ্যে প্রতীক বরাদ্দের পর পরই জমজমাট লড়াই শুরু হয়েছে আপন চাচাতো ২ ভাইয়ের মধ্যে। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও নৌকার প্রার্থী ও এ আসনের সাবেক এমপি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন ও তার আপন চাচাতো ভাই বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আলী আসলাম জুয়েলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অত্র এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়।
এ দুজন ছাড়াও নিজের ফুফাতো বোন জাতীয় পার্টির প্রার্থী জেলা জাপার সহ-সভাপতি নুরুন নাহার বেগম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রিম্পা আক্তার (ডাব প্রতীক) ও সোফা প্রতীকে মো: আব্দুল কাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের ২টি ইউনিয়নের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, ৫ জন প্রার্থী হলেও সুজন ও জুয়েলের মধ্যে হবে জমজমাট লড়াই। আপাতত ২ জনই সমান তালেই সভা, সেমিনার, গণসংযোগ সহ অন্যান্য নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছেন। এ আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী সুজন ও স্বতন্ত্র প্রার্থী জুয়েলের মধ্যে যে কোন একজন জয়লাভ করতে পারেন। বিএনপি-জামায়াতের ভোটারদের উপরে নির্ভর করছে যে কোন প্রার্থীর জয়লাভের বিষয়টি। যদি সাধারণ ভোটাররা ও বিশেষ করে জামায়াত-বিএনপির সমর্থকেরা ভোট দিতে আসেন তাহলে ফলাফল আলাদা হবে; আর যদি ভোট দিতে না আসেন তাহলে ফলাফল আলাদা হতে পারে বলে ধারনা তাদের।
উল্লেখ্য, সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার আংশিক নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, হরিপুর উপজেলায় ১ লাখ ১০ হাজার ১৬৬ জন এবং রানীশংকৈল উপজেলায় ৩৯ হাজার ৮৯৪ জন। তবে ঠাকুরগাঁওয়ে ৩টি আসন হলেও সাধারণ মানুষজন উদ্বেগ-উৎকন্ঠার সাথে তাকিয়ে রয়েছে ঠাকুরগাঁও-২ আসনের দিকে। প্রশাসনও করা দৃষ্টিতে রেখেছে এ আসনটিকে বলে ধারানা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কনকচাপার স্মৃতিতে গুলী শিল্পী এন্ড্রু কিশোর

পীরগঞ্জে সড়ক দূ*র্ঘটনায় দুই নির্মান শ্রমিকের মৃ*ত্যু

বীরগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাবেদের হত্যকারীদের বিচারের দাবিতে জাবেদের মরদেহ রাস্তায় রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ

ঠাকুরগাওয়ে ৩ ঘন্টা ব্যবধানে ছেলের পর বাবার মৃত্যু

পীরগঞ্জ জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সার বীজ বিতরণ

রাণীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আ’লীগের উদ্যোগে মিলাদ মাহফিল

পীরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

স্কুলে যাওয়ার সময় খানসামায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু