Sunday , 31 December 2023 | [bangla_date]

নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত -হুইপ ইকবালুর রহিম

শেখ হাসিনার নেতৃত্বে ‘আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সা¤প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলছে। বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই যে খাতে উন্নয়ন হয়নি। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, আর এসব উন্নয়ন সম্ভভ হয়েছে জনগন বার বার নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই। নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বিএনপি-জামায়াতের আমলে দেশকে সন্ত্রাস ও জঙ্গি রাষ্ট্রে পরিনত করেছিল। এখনো শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, দিনাজপুরে কোন চাঁদাবাজী নাই। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ব্যবসায়ীরা শান্তিমত ব্যবসা করতে পারছে। তাই শান্তি ও উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর শনিবার দিনাজপুর শহরের চুড়িপট্টি কার্যালয়ে খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের আয়োজনে মতবিনিময় ও সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা মার্কা)’র দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের সভাপতি বাবু রনজিৎ বসাকের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলুর সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সাধারন সম্পাদক প্রতাপ কুমার পানু, প্রবীণ সদস্য আলহাজ্ব আশরাফ মোল্লা, সাবেক সভাপতি প্রশান্ত সাহা, সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রæপের উদ্দীপ ভৌমিক প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়

পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখছে ইন্সটিটিউট অফ আইটি

একটি প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা যা দরকার ছিল তা করেছে স্বৈরাচার সরকার —-পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

বোচাগঞ্জে পুলিশের উপর হামলা আহত-২

দেড় মাসে এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি ফুলবাড়ীর খাদ্য গুদামে লক্ষমাত্রা ব্যাহত হওয়ার আশংঙ্কা

মাস্ক না পরলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নয়

পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দেড় কেজি গাজা সহ একজন মাদকব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ের জয়িতা মহসিনার জীবন-সংগ্রামের গল্প

রানীশংকৈলে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত