Friday , 29 December 2023 | [bangla_date]

নৌকার মার্কা উন্নয়নের সুফল প্রত্যেক ঘরে, বিজয় সুনিশ্চিত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত। সকলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে নৌকার উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার বিজয় সুনিশ্চিত।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) রাতে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে কবিরাজ হাটে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের মানুষ নৌকা ছাড়া কিছু বুঝে না। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তারা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে। আগুনে পুড়ে মানুষ হত্যা করে, গুলি করে হত্যা করে। দেশে মানুষ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে নিরাপদ।
৮নং ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমানের এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আ. করিম, শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রভাষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামিম ফিরোজ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খাইর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী, ৮নং ভোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হরিপদ রায়, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির মদিনা, ৭নং মোহাম্মদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল বাসেদ, ভোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৮ নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

বীরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে

আটোয়ারীতে কমলেশ ট্রেডার্সের পক্ষে শীতবস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও হুইপ ইকবালুর রহিম প্রদত্ত দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরন

বীরগঞ্জে গাঁজার গাছসহ একজন গ্রেফতার !

ঈদকে ঘিরে অটো রিক্সায় দুর্ভোগে বীরগঞ্জ পৌরবাসী

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে স্নানযাত্রা উৎসব পালন

রাণীশংকৈলে ৪ ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সংস্কারের বার্তা পৌঁছে দিতে দেশের প্রতিটি বিভাগে যাচ্ছি: প্রধান বিচারপতি