Saturday , 30 December 2023 | [bangla_date]

পঞ্চগড়-১ আসনের আ’ লীগ মনোনীত প্রার্থী মুক্তার আঞ্চলিক ইশতেহার ঘোষণা ‘হামার স্বপ্নের পঞ্চগড় হামেরা গড়িমো’

পঞ্চগড় প্রতিনিধি\ আঞ্চলিক ইশতেহার ঘোষণা করলেন পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আয়োজিত ‘গো ভোট’ কনসার্টে আনুষ্ঠানিকভাবে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে পঞ্চগড়ে মেডিকেল কলেজ, কারিগরি বিশ^বিদ্যালয় স্থাপন, বন্ধ চিনিকল চালু ও চা চাষিদের সমস্যার সমাধানের ঘোষণা দেন।
ইশতেহারে আওয়ামী লীগের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে দিনবদলের হাতিয়ার হিসেবে শিক্ষা, কৃষি ও কৃষিপণ্যের বহুমুখীকরণ, গ্রামকেন্দ্রিক অংশগ্রহণমূলক উন্নয়ন, আমার গ্রাম, আমার শহর, তারুণ্যের শক্তি, পঞ্চগড়ের সমৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে চেকসই উন্নয়ন এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আঞ্চলিক ইশতেহার ঘোষণা করেন তিনি। এই পাঁচটি লক্ষ্যের ব্যাখা করে বলেন, জ্ঞান, দক্ষতা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান এবং ব্যক্তির শক্তি বিকাশ উপযোগী শিক্ষা, মেডিকেল কলেজ স্থাপন, কারিগরি বিশ^বিদ্যালয় স্থাপন, ক্রীড়া শিক্ষা/ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ল্যাব স্থাপন, একটি হাই-টেক পার্ক/ আইটি ভিলেজ স্থাপন, পঞ্চগড়কে বহুমাত্রিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা, পরিকল্পিত এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল পঞ্চগড় থেকে স্মার্ট পঞ্চগড়ের পথে যাত্রা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, আগামীর পঞ্চগড়কে তারুণ নির্ভর করে গড়ে তোলা, অন্তর্ভুক্তিমূলক মানবিক পঞ্চগড় বিনির্মাণ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে উদার ও অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তোলার বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এবং ৭২ এর সংবিধানের চার মূলনীতি অনুযায়ী দেশ ও পঞ্চগড় গড়ার ঘোষণা করেন। সমাবেশে ‘হামার স্বপ্নের পঞ্চগড় হামরা গড়িমো’ স্বপ্নের পঞ্চগড়-০১ গড়ে তোলার লক্ষে প্রণীত আঞ্চলিক ইশতেহার নিয়ে ৩৮ পৃষ্ঠার একটি পুস্তিকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য দেন। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, সহসভাপতি আবু তোয়বুর রহমান, মনিরা পারভীন, শিবেন শর্মা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলনসহ জেলা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে গো ভোট কনর্সাটে দেশ সেরা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনার ভয়ে ভারত ছেড়ে দলে দলে পালাচ্ছেন ধনীরা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের সাথে কর্মশালায় সিভিল সার্জন

আটোয়ারীতে রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষনচেষ্টার অভিযোগ !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিরিরবন্দরে কাঠের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা

আমেরিকার মাটিতে শেখ হাসিনার সত্য অকুতোভয় উচ্চারণ তার দৃঢ় নেতৃত্বের প্রকাশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বর্ষায় পানি বাড়ার সাথে খানসামায় বেড়েছে মাছ ধরার উপকরণ বিক্রি

দিনাজপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ