Wednesday , 13 December 2023 | [bangla_date]

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চ‚ড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর চ‚ড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন শাখার পরিচালক, হল সুপার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ-১ এ উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গিতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির আহবায়ক প্রফেসর ড. ফাহিমা খানম। এরপর অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের শপথ পাঠ করানো হয়, শপথ পাঠ শেষে মার্চ পাস্ট ও মশাল প্রজ্বলন করা হয়। পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রচনা করার জন্য যে রূপকল্প ঘোষণা করেছেন, সেই রূপকল্প বাস্তবায়নে আমরা হাবিপ্রবি পরিবার একাত্ম আছি। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে, এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে চাই।এই পদক্ষপের অংশ হিসেবেই সহশিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলাসহ সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার উপর আমরা সমান গুরুত্ব দিচ্ছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সকল প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !

দিনাজপুরে পৃথক অভিযানে মাদক, যৌতুকসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮জন আসামী গ্রেফতার

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

দিনাজপুরে গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বোদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত

দিনাজপুর চেম্বারের বার্ষিক সাধারন সভায় বিশেষ সম্মাননা ও উপবৃত্তি প্রদান

হাবিপ্রবিতে নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণের জন্য প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে সভা

ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পন্য মেলা উদ্বোধন