Monday , 11 December 2023 | [bangla_date]

বীরগঞ্জে অজ্ঞাত রোগে ৩৫ টি গরুর মৃত্যুতে খামারীদের মধ্যে আতঙ্ক চরম বিরাজ করছে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ৩দিন ধরে অজ্ঞাত রোগে এক খামারীর ৩৫ টি গরুর মৃত্যু হয়েছে। মুখ দিয়ে লালা আসার কিছুক্ষণের মধ্যে মাটিতে পড়ে গিয়ে একের পর এক গরুর মৃত্যু হচ্ছে। হঠাৎ করে অজ্ঞাত রোগে গরুর মৃত্যুতে ক্ষতির মুখে পড়েছে খামারীরা।
এ ঘটনায় রবিবার (১০ ডিসেম্বর-২০২৩) পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর ঘোষপাড়ার বাসিন্দা মৃত গীরেন্দ্র নাথ ঘোষের ছেলে গোপাল ঘোষের ৩৫ টি গরু মহিষের মৃত্যু হয়েছে। গরু-মহিষগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ খামারী গোপাল ঘোষ অশ্রুসিক্ত ও ভারাক্রান্ত মনে সাংবাদিকদের জানান, তার গরুর খামারে ১৩০টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। বৃহস্পতিবার হঠাৎ করে খামারের বেশ কয়েকটি গরু অসুস্থ্য হয়ে পড়ে। এরপর রাত থেকে গরুর মুখ দিয়ে লালা পড়ার শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগেই একের পর এক গরু মৃত্যু কোলে ঢলে পড়ে। কোন রোগে আক্রান্ত হয়েছে এখনও নিশ্চিত হতে পারছি না। খামারের ৩৫টি গরুর মৃত্যু রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে গোবিন্দ ঘোষ জানান, একই ভাবে তার খামারের ১টি গরু এবং একটি মহিষের মৃত্যু হয়েছে। এর মধ্যে তার সহ প্রতিবেশীদের বেশ কয়েকটি গরু আক্রান্ত হয়েছে। ঘটনার পর থেকে গরু নিয়ে এলাকার মানুষ দিশেহারা এবং খামারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গরু মৃত্যুর সংবাদ পেয়ে শনিবার রাতই বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরীনারী হাসপাতালের ভেটেরীনারী সার্জন ডা. শামীমা বেগমের নেতৃত্বে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানিছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গণি।
তিনি বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত গরুর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সকাল থেকে নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি তদারকি করছেন তিনি। এটি ফুড এন্ড মাউথ রোগের লক্ষণ বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এবং জেলা হতে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঘটনাস্থলে রওনা হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল সাব রেজিস্টার অফিসে দূদকের অভিযান

দিনাজপুর প্রেসক্লাব ও কাব্যকথার যৌথ আয়োজনে ৭ জুন প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী সাহিত্য সম্মেলন উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী শিল্পীর আঁকা ছবি সর্ববৃহৎ ঈদগাহ মাঠ

হিলি সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধি দল

বীরগঞ্জে বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন ও শীতার্তদের  মাঝে আর্থিক সহায়তা প্রদান 

বীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষে এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা কে ফুলেল শুভেচ্ছা

হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনী জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে প্রচেষ্টা দিবস ২০২৫ র‌্যালী ও আলোচনা সভা