Monday , 4 December 2023 | [bangla_date]

রামপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারি, বেশ কিছু যন্ত্রপাতিসহ বেশ কিছু ধানের বস্তা।

(২ ডিসেম্বর -২০২৩) শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের রামপুর বাজার থেকে ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টার সময় কাহারোল-বীরগঞ্জ সড়কের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্রাকচালকের সহকারী মফিজুল ইসলাম (৩৪) বলেন, পঞ্চগড়ের বোদা পাঁচপীর এলাকা থেকে তারা ট্রাকে ধান তোলেন দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে ।

সড়কের মাঝে দুই-তিনটি মোটরসাইকেলে করে ৬/৭ জন লোক তাঁদের গাড়ি থামাতে বলেন। দুর্বৃত্তরা প্রথমে গাড়ির গ্লাসে ইট ছোড়ে। পরে চালক আনিসুর ইসলাম (৩৫) গাড়ি থেকে নামলে তাকে ধাক্কাধাক্কি করতে থাকে। এ সময় গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের ইঞ্জিন, ব্যাটারি ওবেশ কিছু যন্ত্রপাতিসহ ট্রাকে থাকা বেশ কিছু ধানের বস্তা পুড়ে গেছে।

ট্রাক চালক আনিসুর ইসলাম বলেন, মোট ৬/৭ জন দুর্বৃত্ত ছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল । তাঁকেও ট্রাকে জ্বলতে থাকা আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসআই ওহাবের নেতৃত্বে পুলিশ, সংবাদকর্মী ও স্থানীয়রা বালু নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান। অন্যদিকে ঘটনাস্থল থেকে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। এলাকাবাসী সাথে সাথে ফোন দিলেও ৪৫ মিনিট পর কাহারোলের ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রাক চালক ও তার সহকারী চিকিৎসাধীন রয়েছে।

পরে খবর পেয়ে বীরগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো. খোদাদাদ হোসেন সুমনসহ বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোজিবুর রহমান ও বীরগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক ইসলাম বলেন, ট্রাকে আগুন দেওয়ার কথা শুনে ঘটনাস্থল পরিদর্শনে যাই । পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্তের চেষ্টা করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ

ফ্যাসিষ্ট সরকার বিদায় নিলেও তাদের অনুসারিরা ষড়যন্ত্রে লিপ্ত ……….কেন্দ্রীয় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ

বোদায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়ায় আবদ্ধ মন… এবার হোলোনা নববর্ষের মিলন মেলা

বীরগঞ্জে ট্রাক্টর ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত -৩

পীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ মার্চ

পঞ্চগড়ে ৬ শিশু সহ ১১ রোহিঙ্গা আটক

ভারতে মুসলিমদের ওপর ব-র্বরোচিত হা-মলা-ভা-ঙচুরের প্র-তিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বি-ক্ষোভ

আকরামকে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ – মির্জা ফখরুল

আপনাদেরকে বুঝতে হবে-শেখ হাসিনা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে —- রাণীশংকৈলে মুহাঃ সাদেক কুরাইশী