Sunday , 24 December 2023 | [bangla_date]

রেলে নাশকতা ঠেকাতে দিনাজপুরের ৬৪ পয়েন্টে ৫১২ আনসার মোতায়েন

রেলে নাশকতা ঠেকাতে দিনাজপুরের ৬৪ পয়েন্টে ৫১২ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। জেলার চারটি রুটে ৫২ ট্রেন চলাচল করে। এসব ট্রেনে নিরাপত্তার জন্য এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতা ঠেকাতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের এক হাজার ৮০০ কিলোমিটার এলাকা নিরাপত্তায় নিয়োগ করা হয়েছে এক হাজার ৩০০ আনসার সদস্য। আনসার সদস্যদের পাহারায় এ জোনে ১৪৭ ট্রেন চলাচল করছে। এছাড়া এ জোনে রেলপথ পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছে এক হাজার ৮০০ কি-ম্যান/ওয়েম্যান।
দিনাজপুর-পার্বতীপুর রেললাইনের শেখপুরা এলাকায় গিয়ে দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে রেললাইন পাহারায় রয়েছে রবিন হোসেনসহ পাঁচ আনসার সদস্য। রবিন হোসেন জানান, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব। এ সময়ে পাঁচজন আনসার সদস্য একদল হয়ে চার কিলোমিটার রেললাইন পাহারা দিচ্ছেন। সকাল ৮টার পর তাদের এখানে আসবেন তিনজন আনসার সদস্য। ওই তিনজন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।
দিনাজপুর রেলওয়ের সুপার একেএম জিয়াউর রহমান বলেন, জেলার পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-নীলফামারী, পার্বতীপুর-ঢাকা রুটে আন্তঃনগর, মেইল, কমিউটার, লোকাল ও মালবাহীসহ ৫২ ট্রেন চলাচল করে। রেলপথ পর্যবেক্ষণে আনসার সদস্যসহ রেলওয়ের কি-ম্যান/ওয়েম্যানরা দায়িত্বে রয়েছে।
দিনাজপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হাছান আলী জানান, জেলার ৬৪ পয়েন্টে ৫১২ জন আনসার সদস্য রেলওয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। তারা দিন রাত ২৪ ঘণ্টা পালা করে দায়িত্ব পালন করছেন।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনে এক হাজার ৩০০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এ জোনে ১৫০ পয়েন্ট চিহ্নিত করে এসব আনসার সদস্য দুই শিফটে সার্বক্ষণিক রেলপথ পাহারার দায়িত্বে রয়েছেন।
পশ্চিমাঞ্চলীয় জোনের প্রকৌশলী মো. আসাদুল হক জানান, শীতকালে রেললাইন সংকোচন এবং গরমের সময় প্রসারিত হয়। এ কারণে রেললাইন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। রেলপথ ঠিক আছে কিনা সেটি পর্যবেক্ষণ করার জন্য রেলওয়ে বিভাগের এসব কি-ম্যান সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আনন্দ র‌্যালি ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবকের ১৫ দিনের কা.রাদ.ণ্ড

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

অস্থায়ী মাছ বাজারের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতকটি

দিনাজপুরে আকষ্মিক মাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র পাট ও পাট জাতীয় আঁশ ফসলের উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষকদের সাথে মতবিনিময় সভা

বিভাগীয় লেখক পরিষদের দশকপূর্তি ও মোড়ক উন্মোচন

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ