Friday , 15 December 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও ম‚ল্যবোধে বিশ্বাসী “গণতান্ত্রিক শিক্ষক পরিষদ” এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৩ ডিসেম্বর প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ৫ম সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে জ্যৈষ্ঠতার ক্রমানুসারে জ্যৈষ্ঠতম সদস্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের সভাপতিত্বে এবং আলোচ্যস‚চি ২ এর আলোকে ও গঠনতন্ত্র (১১) ক ধারা অনুসারে সর্বোসম্মত সিদ্ধান্তমুলে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো।
উক্ত কমিটিতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজার রহমানকে আহবায়ক এবং ফসল শারীরতত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. শ্রীপতি সিকদারকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো শাহাদৎ হোসেন খান, ডেইরি অ্যান্ড পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোছা আফরোজা খাতুন, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন লাকি, উদ্যানতত্ব বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম এবং ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. ইমরান পারভেজ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আহবায়ক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. শ্রীপতি সিকদার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ম‚ল্যবোধে বিশ্বাসী গনতান্ত্রিক শিক্ষক পরিষদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা এগিয়ে নেওয়া সহ শিক্ষকগনের যৌক্তিক দাবি প‚রনের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতা করে আসছে। বৈশ্বিক মহামারী করোনাসহ নানাকারনে আমরা যথাসময়ে সংগঠন পরিচালনার জন্য নির্বাচনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করতে পারি নি। তাই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গতকাল একটি সাধারণ সভার মাধ্যমে ৭ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে এবং সংগঠনের অন্যান্য কাজ গুলো করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হরিপুরে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

হরিপুরে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মিছিল- সমাবেশ

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা

কাহারোলে কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি গোপাল

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত

বিধিনিষেধ বাড়তে পারে আরও এক সপ্তাহ

পীরগঞ্জে টেনিংয়ের নামে অর্থ আদায় ॥ প্রশিক্ষক অবরুদ্ধ

পীরগঞ্জে ৪০২ জন শিক্ষার্থীর মাঝে মোবাইল ট্যাব বিতরণ

দিনাজপুরের রামসাগরে ডুয়াথলনে প্রথম রাঙামাটির জয়তু দাস মিনি ম্যারাথনে প্রথম দিনাজপুরের তানজিমুল