Friday , 1 December 2023 | [bangla_date]

১ মিনিট দেরি করায় মনোনয়নপত্র জমা দিতে পারলেন না প্রার্থী

হাকিমপুর সংবাদদাতা \ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র জমা নেননি হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায়। নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট দেরি করায় তার মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মোফাজ্জল হোসেন।
বৃহস্পতিবার রাত ৯টায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, গত বুধবার (২৯ নভেম্বর) হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করি। পরে বৃহস্পতিবার জমা দেওয়ার শেষ দিন ছিল। জেলায় আয়করের কাগজ সংগ্রহ করতে এবং রাস্তায় যানজটের কারণে উপজেলায় পৌঁছাতে একটু সময় লেগে যায়। তবুও আমি দ্রুত ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কার্যালয়ে পৌঁছেছি। তখন ঘড়ির কাঁটায় ৪টা বেজে এক মিনিট। মাত্র এক মিনিটের কারণে ইউএনও সাহেব আমার মনোনয়ন জমা নিলেন না।
তিনি আরও বলেন, দেশের অন্যান্য উপজেলায় বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। তবে আমার বেলায় এ নিয়ম কেন? আমি এর সুষ্ঠু সমাধান এবং পুনরায় মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায় বলেন, আমি নিয়মের বাইরে কোনো কাজ করি না। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনের বিচারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন!

আগামী জুলাই মাসেই টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে — রাণীশংকৈলে অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত

পীরগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

বিরলে বটগাছের উপর একটি তালগাছ দাড়িয়ে আছে

হোয়াইট হাউসের উচ্চপদে দায়িত্ব পেলেন ময়মনসিংহের জাইন সিদ্দিকী

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে… মতিউর রহমান

(জাসদ) ছাত্রলীগের কর্ম সভায় কেন্দ্রীয় সভাপতি স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ এখনও একটি সর্বজনীন গণমূখী শিক্ষা ব্যবস্থা পায়নি