Wednesday , 13 December 2023 | [bangla_date]

২/৩ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে ! দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় \ সোমবারের চেয়ে সর্বনি¤œ তাপমাত্রা ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গতকাল মঙ্গলবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। তবে কুয়াশা কেটে সকাল থেকেই ঝলমলে সূর্য ওঠায় গত দুইদিনের চেয়ে ভোগান্তি অনেকটা কমেছে। সকালের সোনা রোদে গা গরম করে নিয়েছে পঞ্চগড়ের শীতার্ত মানুষগুলো। দু’দিনের ভেজা কাপড় শুকিয়ে নিতে গৃহিণীরাও কাটিয়েছে ব্যস্ত সময়।
এদিকে গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘন্টার বুলেটিনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়টাতে রাতের তাপমাত্রা কমে গেলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ হিসেবে এই তিন দিনের মধ্যেই শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিসের হিসেবে সর্বনি¤œ তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে মঙ্গলবারের তেঁতুলিয়ার সর্বনি¤œ তাপমাত্রা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কমে গেলেই শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগের রংপুর জেলা ছাড়া অন্য জেলা এবং রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ১৩’র ঘরে অবস্থান করছে। এছাড়া খুলনা বিভাগের কয়েকটি জেলাতেও সর্বনি¤œ তাপমাত্রা একই অবস্থানে রয়েছে। আবহাওয়া অফিসের হিসেবে ঠিক থাকলে এই তিন বিভাগের অধিকাংশ জেলায় আগামী ২/৩ দিনের মধ্যেই মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেয়াদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কর পক্ষের উদ্বোধন

একটি নিখোঁজ সংবাদ

পঞ্চগড়ে ট্রেনে নাশকতা রোধে কাজ শুরু করেছে আনসার সদস্যরা রেলস্টেশন পরিদর্শন উপ মহাপরিচালক’র

পঞ্চগড়ে জাসদ নেতা এমরান আল আমিনের গণসংযোগ

বীরগঞ্জে শিশু বিকাশ কেন্দ্রের সহায়তাকারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল)…সারজিস আলম

দিনাজপুরে মেসের কক্ষ থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

জানমালের নিরাপত্তা ও ফয়সাল হত্যার ন্যায় বিচার চেয়ে দিনাজপুরে অসহায় পিতার সংবাদ সম্মেলন