Thursday , 11 January 2024 | [bangla_date]

খানসামায় আ.লীগের আনন্দ মিছিল আবুল হাসান মাহমুদ আলী মন্ত্রীসভায় যুক্ত হওয়ায় চিরিরবন্দরে মিষ্টি বিতরণ

খানসামা ও চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর ৪ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী নতুন মন্ত্রী সভায় যুক্ত হওয়ায় নির্বাচনী এলাকা চিরিরবন্দরে আনন্দের বন্যা বইছে। প্রতিটি হাটে বাজারে চলছে মিষ্টি বিতরণ। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও হয়েছে মিষ্টি বিতরণ।
জানা গেছে, নব-নির্বাচিত আবুল হাসান মাহমুদ আলী এমপি নির্বাচনে ৩৪ হাজার ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করেন। এছাড়াও তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তিনি পুর্ণমন্ত্রী হিসেবে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু করেন। নির্বাচনী এলাকায় সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগে। তাঁর সততা ও আদর্শ সকলের কাছে সমাদৃত। তাঁর মন্ত্রী হওয়ার সংবাদ পেয়ে নেতাকর্মীরাও উচ্ছসিত।
চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মমেনুল ইসলাম হক বলেন, আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয় উঁচুমানের কুটনৈতিক, সৎ ও যোগ্য ব্যাক্তি। তিনি বিশ্ব দরবারেও ব্যাপকভাবে সুপরিচিত। তিনি মন্ত্রী হওয়ায় এলাকাবাসিসহ সকলেই খুব খুশী ও আনন্দিত।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, খোচনা এসসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল বলেন, তিনি ইতিপুর্বে মন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতি থাকাকালীন নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, তাঁর নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। তিনি পুনরায় মন্ত্রীত্ব লাভ করায় সকলেই খুব খুশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, গ্রামকে শহর বানাতে বর্তমান মন্ত্রী নিরলসভাবে কাজ করেছেন। তাঁর সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে।
এর আগে বুধবার দিবাগত রাত ৯টার দিকে নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দিনাজপুর-৪ আসনের টানা চতুর্থবারের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী কল পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট, খানসামা বাজার, রামকলা ও কাচিনীয়া হাটে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই খবর দিনাজপুর-৪ আসনে ছড়িয়ে পড়লেই আওয়ামী লীগের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনগণের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে নতুন মন্ত্রীর সমর্থকেরা।
আনন্দ মিছিল শেষে আবুল হাসান মাহমুদ আলীকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ফসলী জমিতে আবাসন প্রকল্প বন্ধে গন আবেদন

মানবতা মনুষ্যত্ব বিবর্জিত ধর্মচর্চা ভন্ডামীর নামান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

খানসামায় সডক এবং পানি পথে নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা কর্মশালা

খানসামা থানায় নবাগত ওসি চিত্তরঞ্জন রায়ের যোগদান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর আলোচিত শাকিল হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন– পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন

ঠাকুরগাঁও পৌরসভায় ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ঘোড়াঘাটে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

চিরিরবন্দরে আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লিখল কারা?