বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১০ জানুয়ারী-২০২৪ বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৫২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়।
উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা আওয়ামীলীগ। সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহ-সভাপতি মোঃ আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম আখতার চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ আব্দুল করিম, শিক্ষা সম্পাদক শেখ রফিকুল ইসলাম, শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ আকতারুজ্জামান (জামান), যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ শাহজাহান নভেল, কৃষি সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রহমতুল্যাহ রহমত, ধর্ম সম্পাদক মোঃ নুর আলী, উপদপ্তর সম্পাদক পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ, নির্বাহী সদস্য ডাঃ মোঃ আহাদ আলী, মীর শরীফ উদ্দিন মনি, মোঃ আশরাফ আলী শাহ্, উপদেষ্টা মোঃ হাসান আলী, যুব নেতা মোঃ আবুল কালাম আজাদ, মৎস্যজীবী লীগ নেত্রী মোছাঃ লাভলী বেগম, ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইমন, দেলোয়ার হোসেন দোলন প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ (যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগ, তাঁতীলীগ) উপস্থিত ছিলেন।