Saturday , 20 January 2024 | [bangla_date]

পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এটি ৭ম আসরের ৪র্থ ও শেষ খেলা। খেলায় ঢাকা বিভাগের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ফুটবল একডেমী দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৪র্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মনপুরা মাঠের ৪ বারের চ্যাম্পিয়ন ও হ্যাট্রিক চ্যাম্পিয়ন সৈয়দপুর ফুটবল একাডেমি দল। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন যথাক্রমে স্বাধীন ও সাগর এবং দ্বিতীয়ার্ধে বায়েজিদ তৃতীয় গোলটি করেন। প্রকৃতপক্ষে এই খেলায় টাঙ্গাইল দল এক প্রকার কোন প্রতিরোধই গড়তে পারেনি। বিজয়ী দলের পক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৈয়দপুর দলের আফ্রিকান খেলোয়াড় গাচ।শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (মামুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজগার আলী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাদিকুল ইসলাম।

খেলায় ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারা ভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার। তার সহকারী দু’জন ছিলেন জাহাঙ্গীর ও আল আমিন।

উল্লেখ্য, নক আউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্টটির এটিই ছিলো শেষ খেলা। আগামী ২৬ জানুয়ারী টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুষ্টিয়া জেলা দলের মোকাবেলা করবে পঞ্চগড় বোদা ফুটবল একাডেমি। পরের ২ ফেব্রুয়ারীর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রংপুর (পীরগঞ্জ) ও টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন দল সৈয়দপুর ফুটবল একাডেমি। গত ৩০ ডিসেম্বর উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে প্রতি শুক্রবার বিকেলে। আগামী ৯ ফেব্রুয়ারী শুক্রবার টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বৃদ্ধা সলেমা বেগমের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর প্রকল্পের একটি ঘর

দুই ইউপি চেয়ারম্যান ও সভাপতি-সম্পাদকসহ ফুলবাড়ী বিএনপির ১৩ নেতা আটক

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো

দিনাজপুরে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক), যুগ্মসচিব এর পুলহাট বাফার (সার) গোডাউন পরিদর্শন

নিরাপত্তাসহ শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তার দাবীতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জাতির জন্য অপরিহার্য: প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে ৩৮টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার উপহার

আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ৬ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে