পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত দেশ গড়ি এই ¯েøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পীরগঞ্জ গোদাগাড়ী বাজারে ওপেন হাউজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মনজুরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাওয়ানুল হক বিপ্লব, , সেনগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান, এস আই সজল বসাক, সবুজ চন্দ্র রায় এ এস আই সহিদুল ইসলাম সহিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চাঁন কুমার রায় প্রমূখ। সভায় মাদক, বাল্যবিবাহ, চুরি, জুয়া, অনলাইন জুয়া, ভারতে অবৈধ পাচার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।