Monday , 26 February 2024 | [bangla_date]

কাহারোলে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

কাহারোল প্রতিনিধি \মাদক বিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরের কাহারোলে গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুরের একটি দল।
রবিবার দিনাজপুরের কাহারোলে মাদকবিরোধী এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
আটক মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) দিনাজপুরের কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর ইউপি এলাকার মো: মাইনুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, রবিবার মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর ইউপি এলাকায় মোঃ জাহাঙ্গীর আলমকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।এ ঘটনায় অভিযুক্ত মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১। তিনি আরও জানান,নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও