Wednesday , 21 February 2024 | [bangla_date]

ফুলবাড়ীতে বিজিবি কতৃক উদ্ধারকৃত সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস

ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি;দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এবং দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত ৭ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২০ফেব্রæয়ারী) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক গত ২০২২ইং সনের ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কতৃক গত ১১ মে থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত ওইসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এর সার্বিক ব্যবস্থাপনায় মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর পিএসসি, জি, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল-ইসলাম, পিএসসি,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মিডিয়া ব্যক্তিবর্গ এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী ২৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম জানাায়,ফুলবাড়ী ব্যাটালিয়ন, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য প্রধানমন্ত্রীর প্রদত্ত “জিরো টলারেন্স” নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিক‚ল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক গত ২০২২ইং সনের ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক গত ১১ মে থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হলো। তিনি বলেন,ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭,৫৯,৩৬,৪৪৬/- (সাত কোটি ঊনষাট লক্ষ ছত্রিশ হাজার চারশত ছয়চল্লিশ) টাকা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ফেন্সিডিল, এমকেডিল, গাঁজা, বিদেশী মদ, দেশী মদ, নেশা জাতীয় ইনজেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইন, যৌন উত্তেজক সিরাপ, বাংলাদেশী মদ তৈরির ট্যাবলেট, মদ তৈরির পাউডার, ভারতীয় পাতার বিড়ি ইত্যাদি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রুহিয়ায় ঘরের বেড়া কেটে গরু চুরি!

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের পক্ষে স্বাগত জানায়

মহিলা পরিষদের নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দিনাজপুরে রাজশাহী-রংপুর বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বার্ষিক পর্যালোচনা ও কর্ম পরিকল্পনা প্রণয়ণ বিষয়ক কর্মশালা

বীরগঞ্জে বিশেষ অভিযানে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযায় হাজারো মানুষের ঢল

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর মৃত্যু

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

অসহায় মানুষদের পাশে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও সাধারণ শিক্ষার্থীরা