Friday , 23 February 2024 | [bangla_date]

বিরলে কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে প্রায় ২ কোটি টাকা মুল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ী থেকে উদ্ধার করেছে বিরল থানা পুলিশ।
আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী মুর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, গত বুধবার সকাল ১১টার সময় একই ইউনিয়নের জামতলী বাজারের পার্শ্বে পুকুর খনন করার সময় এ মুর্তিটি পাওয়া যায়।
পরে উদ্ধার করে মুর্তিটি আসাদুলের বাড়ীতে নিয়ে আসে।
পরবর্তীতে বিরল থানায় খবর দিলে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহাজাদ হোসেনসহ সংগীয় ফোর্স মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত