Friday , 23 February 2024 | [bangla_date]

মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষার চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে -হুইপ ইকবালুর রহিম

মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষার চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বর্তমানে অনেক জনগণ ও নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের অগ্নিঝরা রক্তাক্ত আন্দোলনের ইতিহাস জানে না। মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অসা¤প্রদায়িক বাংলাদেশ, অগ্নিঝরা রক্তাক্ত মুক্তিযুদ্ধ অহংকারের গৌরবের ইতিহাস নতুন প্রজন্মদের ও জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হলে এই দিবসের পূর্বেই বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে রচনা , আবৃত্তি প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা সহ নানা ধরনের প্রতিযোগিতা ও আবৃত্তির আয়োজন করতে হবে তাহলেই নতুন প্রজন্ম ও জনগণ মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস সম্বন্ধে জাগ্রত হয়ে উঠবে। কিন্তু আমরা এসব না করে ছুটছি জিপিএ ফাইভ, ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার জন্য।
পাশাপাশি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস সকলকে জানতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, বাঙালি জাতি হল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে। তিনি বলেন, আজ ১৬৮ টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি গৌরবের ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত করে জনগণকে এই ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে বিভিন্ন কর্মসূচি ও আন্ত: স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে। হুইপ দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাসের একটি বইয়ের লেখার উদ্ধতি দিয়ে বলেন, ১৯৫২ সালে তৎকালীন শাসক সারাদেশে ১৪৪ ধারা জারি করেছিল। দিনাজপুরে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ জনগণ রাস্তায় নেমে এসে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করে। বাংলাদেশে ইতিহাস রয়েছে। কিন্তু আমরা অনেকেই জানিনা। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষার জন্য ১৪ টি বছর কারাগারে ছিলেন। বঙ্গবন্ধুকে যখন ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার হচ্ছিল, তখন তিনি বলেছিলেন ফাঁসি যেখানেই দেন আমার কবর পূর্ব বাংলার মাটিতে দিবেন। আর এটা হল বাংলা ভাষার প্রতি, দেশের প্রতি ভালোবাসা।তাই মানুষের চেতনাবোধ, দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসার চিন্তা আছে চেতনাকে জাগ্রত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
২১ ফেব্রæয়ারী রাতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম। মুল প্রবন্ধ পাঠ করেন সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস। আরও বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুইটি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

শিক্ষার মান উন্নয়নে বীরগঞ্জ শুভসংঘ স্কুলে মা সমাবেশ

ঠাকুরগাঁওয়ে দেশীয় চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক জেলা সম্মেলন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার ও খনন সংস্কারের উদ্বোধন

কর্মজীবী শিশুদের স্কুলগামী করতে তাদের অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ

বীরগঞ্জে প্রচেস্টা বø্যাড ব্যাংক বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়