Wednesday , 21 February 2024 | [bangla_date]

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মিজানুর রহমান, হরিপুর (ঠাকুরগাঁও)
একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

বুবধার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আব্দুল লতিফ ।

এছাড়াও পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেব্কলীগ, ছাত্রলীগসহ উপজেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারি, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কোমলমতি শিশুরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

একুশে ২য় প্রহর সকালে প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন স্তরের গণমানুষের ঢল নামে একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।
অপরদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতা ও তর্ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে.।
এসকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

হাবিপ্রবির তাজউদ্দীন আহমদ হলে মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবস পালিত

গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

বীরগঞ্জে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিপু,সম্পাদক সাদেক

ঘোড়াঘাটে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেতাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ফুলবাড়ীতে কাজি অফিসের জায়গা জবর দখলের অভিযোগ

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর