Thursday , 28 March 2024 | [bangla_date]

আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে জিংক সমৃদ্ধ ফসলের চাষাবাদ সম্প্রসারণে উপকারভোগীদের সাথে মতবিনিময়

আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে
জিংক সমৃদ্ধ ফসলের চাষাবাদ সম্প্রসারণে নীতি নির্ধারক
ও সংশ্লিষ্ট উপকারভোগীদের সাথে মতবিনিময়
বৃহস্পতিবার বালুবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কনফারেন্স রুমে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এবং হারভেষ্টার প্লাস বাংলাদেশ এর সহযোগিতায় জিংক সমৃদ্ধ ফসলের চাষাবাদ সম্প্রসারণের লক্ষে নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট উপকারভোগীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরডিআরএস বাংলাদেশ এর টিম লিডার (এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেঞ্জ) ড. এ.কে.এম সালাহ্ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হারভেষ্টার প্লাস বাংলাদেশের কো-অর্ডিনেটর, সিড সিস্টেম এন্ড মার্কেটিং মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ী) এর উপ-পরিচালক কৃষিবীদ মোঃ নুরুজ্জামান। প্রজেক্টরের মাধ্যমে জিংক ফসল এর সুফল তুলে ধরে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন আরডিআরএস বাংলাদেশ এর টিম লিডার কৃষিবীদ ড. সালাহ্ উদ্দীন। জিংক সমৃদ্ধ ফসলকে বাংলাদেশ সরকারের নিরাপদ খাদ্যে কিভাবে সমৃক্ত করা যায় সে বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মুহাম্মদ, অতিরিক্ত পরিচালক (শস্য) আনিছুর রহমান, বিএডিসি বীজ এর তপন কুমার দাস, কৃষি গবেষনা ইনস্টিটিউটের ড. শামসুল হুদা, গম গবেষনা ইনস্টিটিউটের ফরহাদ হোসেন, কৃষি তথ্য সার্ভিসের মোঃ মনিরুজ্জামান, খাদ্য বিভাগের ফিরোজ আহম্মেদ, ব্র্যাক কৃষি প্রতিনিধি অমল কুমার দাস, কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জাফর ইকবাল ও সাংবাদিক কাশী কুমার দাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল স্পেশালিষ্ট (কৃষি ও পরিবেশ) মোঃ রবিউল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশে জিংক এর কারণে প্রতিবছর ৩ জন নারীর মধ্যে একজন নারী এবং ২ জন শিশুর মধ্যে ১ জন শিশু এবং ৩০ ভাগ নারীরা রক্ত শূন্যতায় ভুগছে। জিংক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধি এবং তার উপকারিতা সর্ম্পক জনগনকে সচেতন করতে হবে। সেই সাথে সরকারের নিরাপত্তা খাদ্য কর্মসূচীর সাথে জিংক ফসলের সম্পৃক্ত করতে জিংক এর ঘাটতি পূরণ হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই আমরা বিভিন্ন সবজি বা বিভিন্ন প্রকার খাদ্যে জিংক সমৃদ্ধ খাদ্য হিসেবে গ্রহন করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জেলা ১৪ দলের শান্তি ও উন্নয়ন সমাবেশ

খানসামায় শিশু ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত কিশোর গ্রেফতার

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

রাণীশংকৈলে সাংবাদিকদের প্রতিবাদ- সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ২ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন

বীরগঞ্জে অতি দরিদ্র আদিবাসী পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

রাজাকাররা কোটার নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে -হুইপ ইকবালুর রহিম

বিএনপি ঠাকুরগাঁওয়ের কোন উন্নয়ন করতে পারেনি — রমেশ চন্দ্র সেন এমপি

বীরগঞ্জে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত