Friday , 1 March 2024 | [bangla_date]

আলোর মুখ দেখেনি বায়োমেট্রিক মেশিন, অপচয়ের পথে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের স্কুলের উপস্থিতি নিশ্চিত ও তদারকি করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার ১৪৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক মেশিন ক্রয় ও স্থাপন করলেও সেটি মুখ থুবড়ে পড়ে আছে। অনেক প্রতিষ্ঠানে বাক্সবন্দী এই বায়োমেট্রিক মেশিন, অধিকাংশ স্কুলে পড়ে আছে অকেজো মেশিন আর কিছু প্রতিষ্ঠানে দেখা মেলেনি এই মেশিনের। এতে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা ব্যয়ের এই কার্যক্রম আলোর মুখই দেখেনি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে ২০১৯ সালে বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ¯িøপ প্রকল্প থেকে যন্ত্রটি কেনা বাবদ ব্যয় নির্বাহ করা হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দায়িত্বে যন্ত্রটি কিনে নেবে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়-অধিদপ্তর কর্তৃক বিভিন্ন পত্রের মাধ্যমে একাধিক বার নির্দেশনা দেয়া হয় মাঠপর্যায়ে।
খানসামা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, বিগত ২০১৯-২০ অর্থবছরে উপজেলার ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ¯িøপের বরাদ্দ থেকে ডিজিটাল হাজিরার বায়োমেট্রিক মেশিন কেনার জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছিলো। যেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা যাচাই করে মেশিন ক্রয়ের কথা থাকলেও শিক্ষা অফিসের নির্দেশনায় একটি নির্দিষ্ট স্থান থেকে মেশিন ক্রয় করেছেন সবাই। সেই সময়ে শিক্ষা অফিসের ভয়ে কেউ প্রতিবাদ করেনি। এই বায়োমেট্রিক মেশিন গুলো লাগানোর ৬-৭ মাস পেরিয়ে গেলেই নষ্ট হয়ে যায়।
এই যন্ত্রটি চালু রাখতে প্রয়োজন হয় বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট কানেকশন ও কম্পিউটার। বিদ্যালয়গুলোতে বিদ্যুৎ সংযোগ থাকলেও নেট সংযোগ ও কম্পিউটারের অপ্রতুলতায় ভেস্তে যায় এই কার্যক্রম। এখন ব্যবহার না হতে হতে রীতিমতো জঞ্জালে পরিণত হয়েছে মেশিনগুলো। অন্যদিকে এবিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকরা অনেক সময় শিক্ষা অফিসে, বিভিন্ন রাজনৈতিক কিংবা সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। ফলে বায়োমেট্রিক হাজিরা থাকলে তাদের এসব অনুষ্ঠানে যেতে সমস্যা হয়।
এদিকে বিভিন্ন স্কুলে ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ২০-৩০ হাজার টাকার বিনিময়ে যে ‘রপষড়পশ৯০০০-এ’ মডেলের ডিজিটাল হাজিরা মেশিনটি বিদ্যালয়ে লাগানো হয়েছে তার সঠিক বাজারমূল্য আনুষঙ্গিক খরচসহ সাড়ে ৮-১০ হাজার টাকা। প্রতি মেশিন ক্রয়ে ১০-১৫ হাজার টাকা অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বুধবার (২৮ ফেব্রæয়ারী) উপজেলার আংগারপাড়া ময়দান ডাঙা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর দুবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ভবকী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হোসেনপুর ভুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায় বাক্সবন্দি রয়েছে বায়োমেট্রিক মেশিন। সেগুলোর ব্যবহার করা হচ্ছে না অন্যদিকে কয়েকটি স্কুলে অকেজো অবস্থায় পড়ে আছে মেশিন। অন্যদিকে অকেজো মেশিন ক্রয়গুলো সংস্কারে তেমন তৎপরতা চোখে পড়েনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, করোনার আগে এই মেশিন ক্রয় করা হলেও ব্যবহারে তেমন তদারকি না থাকায় ব্যবহার করা হয় না।
অন্যদিকে অকেজো মেশিন ক্রয়গুলো সংস্কারে তেমন তৎপরতা চোখে পড়েনি।
এই বায়োমেট্রিক মেশিন স্থাপনের উদ্দেশ্য ফলে বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত ও ছুটির সময় শিক্ষকরা হাজিরা মেশিনে আঙুলের ছাপ দেবেন। শতভাগ উপস্থিতি নিশ্চিত করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছিল। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ের এই মেশিন ৩-৪ মাস যেতেই বিকল হয় আর অন্যগুলো নেই কোনো ব্যবহার।
শিক্ষা অফিস ও শিক্ষকদের উদাসীনতায় এই উদ্যোগ আলোর মুখ দেখেনি বলে দাবি করেছে অভিভাবক ও সুধীজনরা।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক বলেন, নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে বায়োমেট্রিক মেশিনগুলো স্থাপন করা হলেও সেই মেশিনগুলো অধিকাংশ অকেজো হয়ে গেছে। এগুলা মেরামতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সফলতা আসছে না। তিনি আরো বলেন, মেশিনের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন বলেন, আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম। উপজেলা পরিষদের আগামী মাসিক সভায় এবিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রাইস মিলারদের জন্য ইএমএস প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

বীরগঞ্জে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন

রাণীশংকৈলে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং ডিভাইস রাউটার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিনোদন কেন্দ্রের অভাব পূরনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে স্বপ্নজগত

পঞ্চগড়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের  প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জন্মবার্ষিকীতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সংক্রমণ প্রতিরোধে পীরগঞ্জে মাস্ক বিতরণ

বীরগঞ্জে অপহৃত ছাত্রী উদ্ধার, মামলার আসামী গ্রেফতার

বীরগঞ্জে অপহৃত ছাত্রী উদ্ধার, মামলার আসামী গ্রেফতার

বোদা উপজেলার কৃষকরা বর্তমানে আলু চায়ের দিকে ঝুকে পড়েছে

বীরগঞ্জে ৪ হাত পা বিশিষ্ট শিশু মুবাশ্বির আর নেই,