Monday , 25 March 2024 | [bangla_date]

কাহারোলের কান্তনগর গ্রামে রাজ দেবোত্তর এষ্টেটের জমিতে মসজিদ পুনঃনির্মান বন্ধ রাখার নির্দেশ-জেলা প্রশাসক

দিনাজপুর কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে রাজ দেবোত্তর এষ্টেটের জমিতে মসজিদ পুনঃনির্মানকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছিল জেলা প্রশাসক শাকিল আহমেদের আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত রয়েছে। জেলা প্রশাসক এলাকা পরিদর্শন করে মসজিদ কমিটিকে কাজ বন্ধ রাখতে নিদের্শ দিয়েছেন।
রবিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসক ও রাজ দেবোত্তর এষ্টেটের ট্রাষ্টি শাকিল আহমেদ গনমাধ্যম কর্মীদের প্রেসব্রিফিংয়ে ঘটনা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন সিদ্বান্ত না হওয়া পর্যন্ত মসজিদ পুনঃনির্মান কাজ বন্ধ থাকবে। যেহেতু জায়গাটি রাজদেবোত্তর এষ্টেটের। এখানে কোন নির্মান কাজ করতে হলে অনুমতি লাগবে।
জেলা প্রশাসক বলেন, ১৩মার্চ রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ করেন, কাহারোল উপজেলার কান্তনগর মৌজায় মহারাজা জগদিশ নাথ রায়ের নামীয় সম্পতিতে মসজিদ পুননির্মান করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরেই তাক্ষনিকভাবে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাজ বন্ধসহ প্রতিবেদন দিতে বলেন।
জেলা প্রশাসক আরও জানান, রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসকদের নিয়ে কান্তনগর এলাকা পরিদর্শনে যান। সেখানে মসজিদ কমিটির সঙ্গে কথা বলেছেন। এছাড়া রাজদেবোত্তর এস্টেট কমিটির সঙ্গেও সভা করেছেন। দুপক্ষের সঙ্গে কথা বলে সিদ্বান্ত নেওয়া হয়েছে সেখানে কোন নির্মান কাজ হবে না। এ নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবেন। দিনাজপুর সাম্প্রতায়িক সম্প্রীতির জেলা এখানে সবাই শান্তিপূর্নভাবে বসবাস করে আসছে।
এসময় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশীশ চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি নুরে এ আলম ও কাহারোল উপজেলা নির্বাহী আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে র‌্যালি ও সভা

ঠাকুরগাঁওয়ে “আত্মকথন” শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধনী !

বোচাগঞ্জে আটো রাইস মিলের হপার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিরামপুরে জিপিএ-৫ পাওয়া যমজ তিন ভাইবোনকে সংবর্ধনা দিলেন রেলমন্ত্রীর সহধর্মিণী-মিসেস শাম্মি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন ও আলোচনা সভা

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

বীরগঞ্জে ঝড়ে পড়া ট্রলিভর্তি সরকারী গাছ চোরাইভাবে পাচারের সময় জব্দ

ঘোড়াঘাটে পল্লী বদ্যিুতরে গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠতি

বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইলিয়াস, সম্পাদক ফজলু

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার