Sunday , 10 March 2024 | [bangla_date]

দিনাজপুরে ইএসডিও এবং কিউকেএএফ এর যৌথ উদ্দ্যোগে নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক সম্মেলন

শনিবার আদর্শ মহাবিদ্যালয় চত্বরে কিউকে আহম্মেদ ফাউন্ডেশন (কিউকেএএফ) এবং ইকো-সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র যৌথ বাস্তবায়নে “নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন-২০২৪” কমিটির আয়োজনে নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি প্রখ্যাত অর্থনীতিবিদ, কিউকে আহম্মেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকার সাবেক চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ ভিডিও জুমের মাধ্যমে বক্তব্য দিতে গিয়ে বলেন, আমরা যে যেই অবস্থানে থাকি, দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি তাহলেই দেশটা সুন্দর হবে। সম্মানিত অতিথি হিসেবে দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম) সকাল ১১টায় ফেলনু ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধণ করতে গিয়ে বলেন, নীতি-নৈতিকতার জন্য আমি নয়, আমাকে সর্বপ্রথম দেশকে ভালোবাসতে হবে। নীতি নৈতিকতা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। শুধু তার আগুন জ্বালিয়ে দিতে পারবো বলেই আজকের এই সম্মেলন। তাহলেই এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হবে। নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুর জেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও’র নির্বাহী পরিষদ, ঠাকুরগাঁও চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকার সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক প্রফেসর ড. এসএম মোস্তফা কামাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ-পরিচালক (অবঃ) মোঃ আকতারুজ্জামান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক ঢাকার সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, কিউকেএএফ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. সৈয়দ রেদওয়ানুর রহমান। দিনাজপুর সদর উপজেলার ২০টি স্কুল ও কলেজের ১২৫জন শিক্ষার্থীদের অংশগ্রহনে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠানের পরিচালনা করেন রাজিউদ্দীন চৌধুরী ডাবিøউ, রহমতুল্লাহ রহমত ও নজরুল ইসলাম। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সুলতান কামাল উদ্দীন বাচ্চু ও প্রদীপ ঘোষ। সম্মেলনে সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন ইএসডিও’র ফোকাল পার্সন শাহ্ মোঃ আমিনুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাইস প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুবর্না ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য আনসার আল ইসলাম সহ ৪ সদস্য গ্রেফতার

তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবসে গাছ বিতরণ করলো গ্রামীণ ব্যাংক

পীরগঞ্জে নারীদের মাঝে ছাগল বিতরণ

বীরগঞ্জে ৫ জুয়ারু ও নিষিদ্ধ সিনটাসহ ১ কিশোর গ্রেফতার

ত্রিশ বছর ধরে পাঠক সেবা দিয়ে যাচ্ছেন হকার আব্দুল মান্নান ব্যাপারী

ভুমিহীনদের বাড়িতে দু’দফা হামলা ,ভাংচুড়, অগ্নিসংযোগ ঃ আহত-১০

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস উৎপাদনে ভেটেরিনারী ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার -১

আটোয়ারীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা