Monday , 4 March 2024 | [bangla_date]

দিনাজপুরে তুমি সুর-আমি কথা অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

দিনাজপুরে তুমি সুর-আমি কথা অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু
আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে এবং সংগীত পিপাসু
¯্রােতাদের ধরে রাখতে আধুনিক গান অবদান রাখবে
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে এবং সংগীত পিপাসু ¯্রােতাদের ধরে রাখতে আধুনিক গান যথেষ্ঠ অবদান রাখবে।
“তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে”-এই সংগীতের ছন্দমালাকে সামনে রেখে সুরের আকাশের আয়োজনে এবং ঐতিহ্যবাসী সাংস্কৃতিক সংগঠন নবরূপীর সহযোগিতায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা গীতিকার ফরহাদ আহমেদ সুরারোপিত আধুনিক গানের অনুষ্ঠান “তুমি সুর-আমি কথা” অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহীদুল ইসলাম খান, রাজ দেবোত্তর এষ্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও নাট্য কর্মী রংপুর বেতারের বিশিষ্ট গীতিকার জোবায়দুর রহমান। সূচনা বক্তব্য রাখতে গিয়ে গীতিকার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ ও তার সহধর্মিনী সুফিয়া আহমেদ বলেন, সমাজের অবক্ষয় কাটিয়ে উঠতে এবং যুব সমাজকে রক্ষা করতে যুবকদের মোবাইলের নেশা ত্যাগ করে সংগীতের নেশা ধরাতে হবে। “মরহুমা তাজেদা আহমেদ যুথি ও স্বর্গীয় তিলক বিশ্বাস এর স্মরণে উৎসর্গকৃত অনুষ্ঠান “তুমি সুর আমি কথা” অনুষ্ঠানে ফরহাদ আহমেদের একক সুরারোপিত আধুনিক গান গেয়ে সংগীত পিপাসু ¯্রােতাদের মন জয় করলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহীদুল ইসলাম খান, শফিকুল ইসলাম বকুল, প্রশান্ত কুমার রায়, পম্পি সরকার, পান্থ আহমেদ, ইয়াসমিন কাশমেরী, হাবিবুল হক তুষার, সাধনা, এ্যাডঃ শাহনাজ, রাইসা তাসনিম, মেধা ঘোষ, হাফিজা শারমিন সুমি, পলাশ দাস, শিমুল কর্মকার, অনুরাধা শর্মা, লহ্মী কান্ত, রেখা সাহা। তাদের সহযোগিতা করেন বেতার টেলিভিশনের যন্ত্রীবাদকদল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-উর-রশিদ। সভাপতির বক্তব্য আবুল কালাম আজাদ বলেন, মরহুম মাজেদ রানা শুধু একজন ভালো নাট্য শিল্পীই ছিলেন না, তিনি যে একজন ভালো গীতিকার ছিলেন এ ব্যাপারে আমাদের নতুন প্রজন্মদের জানাতে হবে। আমাদেরর সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদের মত অনেক প্রতিভাবান শিল্পীদের মঞ্চে আসতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা খানসামার মেয়ে প্রজ্ঞা রায়

পীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চাঁদাবাজি-জুলুম বন্ধে ন্যায়বিচারের অঙ্গীকার -ডা: শফিকুর রহমান

আটোয়ারীতে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

​সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে : মির্জা ফখরুল

হরিপুরে অবৈধভাবে বালু উত্তোলন জব্দ করলেন ইউনিয়ন ভুমি কর্মকর্তা

পীরগঞ্জে শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষন শুরু

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হরিপুরের ফয়েজ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু,  কমতে পারে কাঁচা মরিচের দাম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু, কমতে পারে কাঁচা মরিচের দাম

এক সঙ্গে থাকতে থাকতে গৌরব আমার ভাই হয়ে গিয়েছে: দেবলীনা