নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করে ও তাদের এগিয়ে নিতে দিনাজপুর শহরের চাউলিয়পট্টি এলাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী রান্নার কৌশল বিষয়ক কুকিং এবং বেকিং প্রশিক্ষণ। সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনেও শালুক কুড়ি যুব নারী কল্যান সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন স্থানীয় ৩০ জননারী। পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি ব্যাবসায়িক উদ্যোগ সৃষ্টির জন্য নারীদের রন্ধন বিষয়ে আরো পারদর্শী করতে এ প্রশিক্ষণ হচ্ছে। বুধবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের (পরিকল্পনা) পরিচালক উপসচিব এম.এআখের। যুব উদ্যোক্তা মোসাদ্দেক হোসেন ও শালুক কুড়ি যুবনারী কল্যাণ সংস্থার সভাপতি সালেহা আমান অনুষ্ঠানে সঞ্চালনা করেন ।
যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী প্রমুখ।