Saturday , 2 March 2024 | [bangla_date]

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় বীমা দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মমিনুল করিমসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। আলোচনা সভায় বক্তব্য বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মোঃ মমিনুল করিম।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস শিউলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মমিনুল করিম।
সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম বলেন, বীমা কোম্পানীগুলো দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। বীমা কোম্পানীগুলোকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ ফজলুর রহিম মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভিপি ও দিনাজপুর ডিভিশন ইনচার্জ কাজী মোঃ ইসরাফিল, জীবন বীমা কর্পোরেশনের জেলা ম্যানেজার মোঃ আব্দুল আউয়াল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী দিনাজপুর জেলা ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জেলা ম্যানেজার রঞ্জিত কুমার কুন্ডু, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জেলা ম্যানেজার মোঃ মিনহাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে বীমা সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১ মার্চকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন। সে থেকে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সে হিসেবে এবারের দিবসটি পঞ্চম বীমা দিবস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫০ জন

পার্বতীপুরে ট্রাকের চাপায় একই পরিবারের দু’জন নিহত

পীরগঞ্জে পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা

শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাণীশংকৈলে খ্যাতিমান ফুটবলার নজরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

রাণীশংকৈলে ৫ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের প্রশ্ন বাতিল

তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বীরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত

বিধিনিষেধ ১৪ জুলাইয়ের পরও থাকছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী