Sunday , 3 March 2024 | [bangla_date]

দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘লিজেন্ড কাপ’ প্রতিযোগিতার উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর থেকে-
নতুন প্রজন্মকে ফুটবলে উদ্বুদ্ধ করতে দিনাজপুরে ৩য় বারের মত দুই দিনব্যাপী ‘লিজেন্ড কাপ’ প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় ‘সাদা-কালো, নীল, লাল ও হলুদ’ নামে ৪টি দলে ভাগ হয়ে খেলেছেন ৭০ থেকে ৯০ দশকে মাঠ কাপানো সাবেক খ্যাতিমান ফুটবলার।
দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে গোর-এ-শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল। তিনি বলেন, ফুটবলের সোনালী ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই লিজেন্ড কাপের আয়োজন করেছেন আয়োজকরা। এতে তারা ফুটবলের প্রতি উদ্বুদ্ধ হবেন।
ক্লাবের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাবেক খেলোয়াড় জিয়াউল হক সিজারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারি ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ জামিল বোম্বাই।
দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের ক্রীড়া সস্পাদক ও লিজেন্ড কাপের আহবায়ক শামীম আহমেদ জানান, উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সাদা-কালো বনাম লাল দল। নির্ধারিত সময়ের খেলায় গোল শুন্য থাকে ম্যাচটি। পরে টাই ব্রেকারে ৫-৪ গোলো বিজয়ী হয় লাল দল। অপর খেলায় অংশ নেয় নীল দল বনাম হলুদ দল। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলো ড্র হয় ম্যাচটি। পরে টাই ব্রেকারে ৫-৪ গোলে বিজয়ী হয় হলুদ দল। শুক্রবার (১ মার্চ) চুড়ান্ত খেলায় প্রতিযোগিতা করবেন লাল দল বনাম হলুদ দল।
মাঠে ৭০ থেকে ৯০ দশকে মাঠ কাপানো প্রায় শতাধিক সাবেক ফুটবলারদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় ফুটবলারদের মিলন মেলায়। দর্শকরাও ভীড় করেন এক সময়ে মাঠ কাঁপানো ফুটবলারদের পায়ের জাদু এক পলক দেখতে।
খেলা শুরুর আগে ‘মাঠে খেলি, মাদক এড়িয়ে চলি’ ‘স্টোপ কিলিং ইনোসেন্ট চিলড্রেন এন্ড ওমেন- ফ্রি পেলেস্টাইন’ নামে দুটি ব্যানার প্রদর্শন করা হয় এবং ৪টি দলের খেলোয়াড়রা ফিলিস্তিনির পতাকা উড়িয়ে শিশু ও নারী হত্যা বন্ধে ইসরাইলের প্রতি আহবান জানান।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর সাবেক মৃত ফুটবলারদের রুহের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন হয়। খেলা দুটিতে রেফারির দায়িত্ব পালন করেন তাজু, সহকারি রেফারি সাজু ও মানিক। ধারা বর্ণনায় ছিলেন তইফুল ইসলাম তপু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তফশিল ঘোষণার পর জ্বালাও পোড়াও করা হলে জনগণ তা প্রতিহত করবে —— নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

কাহারোলে সোস্যাল এইড এর আয়োজনে মুসলিম হেলফেন জার্মানী’র অর্থায়নে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

বাজারে অসময়ের শিমের কেজি ২৪০ টাকা

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী পেল ২৫০ শ্রমিক

পীরগঞ্জে ভূমি সেবা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীদের মতবিনিময় সভা

জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী বরখাস্ত

বীরগঞ্জ ঝাড়বাড়ি সড়কের কালভার্টে ভেঙে জনসাধারণের চলাচলের ভোগান্তি

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট এর উদ্যোগে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন