Friday , 15 March 2024 | [bangla_date]

পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলামের (৮৭) মারা গেছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধ্যকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পঞ্চগড় জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। মৃত্যুর আগে তিনি জাতীয় পার্টি (জেপি) পঞ্চগড় জেলা সভাপতি ছিলেন। তিনি গরিনাবাড়ী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পরে এরশাদের আমলে পর পর দুই বার বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন তিনি। এছাড়া শিক্ষা, কৃষি, সেচ, ও নগর উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদান রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় বিপি সরকারি স্কুল মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বিকাল তিনটায় ফুটকিবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়ার পর দ্বিতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের ঠাটপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পঞ্চগড়ের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা জাসদ সভাপতি অধ্যাপক এমরান আল আমিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে প্রবীণ এই রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, ভালো ফলনে স্বস্তি

খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন

দিনাজপুরের সরকার পুকুরসহ এর আশেপাশের এলাকা অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

হরিপুরে বিএনপি’র নেতাকে মারপিট

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল কৃষক

ঠাকুরগাঁওয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ১ জন গ্রেফতার

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

পীরগঞ্জে দুই জুয়াড়ি আটক

প্রত্যেক শিক্ষার্থীকে মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পদ্মা সেতুতে আঘাত হলে দেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে: নৌ প্রতিমন্ত্রী