Friday , 1 March 2024 | [bangla_date]

বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভাতা আত্মসাদের অভিযোগে মানববন্ধন

দিনাজপুরের বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা আত্মসাতের অভিযোগে ভাতাভোগীররা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ প্রদান করেছেন।
বুধবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেয়া দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগৎপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী আজগার আলী বলেন, আমি তো আগে নিয়মিত বয়স্ক ভাতার টাকা পাইতাম। কিন্তু এবার আমিসহ আশেপাশের অনেকেই তারা তাদের ভাতার টাকা পায়নি। সমাজসেবা কার্যালয়ে গেলে তারা বলে যে আমার টাকা দেয়া হয়েছে। কিন্তু আমরা কোন টাকাই পাইনি। টাকা পাইলে অথবা কেউ সেটা অবৈধভাবে উত্তোলন করলে তা তো ডকুমেন্ট থাকার কথা। সেটা তো আমাদের কারও কাছেই নেই।
একই উপজেলার শহরগ্রাম ইউনিয়নের ফুলবাড়ী বাসুদেব এলাকার বাসিন্দা বাচ্চু,পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী মলানিয়া এলাকার বাসিন্দা গুলনাহার বেগম, জগৎপুর এলাকার বাসিন্দা রসনা বেগম, মাসুদা বেগমসহ ভুক্তভোগী অনেক তাদের ভাতার টাকা না পাওয়ায় মানববন্ধনে অংশ নেন। তাদের মতো ৪০ভাগ সুবিধাভোগীর টাকা তারা নিয়মিত পাননা।
এব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবী জানিয়ে তারা বলেন, বিরল উপজেলা সমাজসেবা অফিসার দীর্ঘ প্রায় ১৩বছর যাবৎ এই উপজেলায় কর্মরত থাকায় তিনি একছত্র অধিপ্ত বিস্তার করেছে।
মানববন্ধনের পূর্বে ভাতার টাকা না পাওয়ায় বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের এখানে যদি এধরনের অভিযোগ আসে সেটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বিদেশী সুস্বাদু আপেল চাষের সফলতা দিনাজপুরে, দেখাচ্ছে আগামী দিনের সোনালী স্বপ্ন

জরিপের নামে লাখ লাখ টাকা আদায় পীরগঞ্জে ভূমি জরিপ অফিসের দুই কর্মচারী বরখাস্ত

বাংলাবান্ধা স্থলবন্দরে প্রথম ব্লাকস্টোন আমদানি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

ভর্তির পরও সংকটে রাবি শিক্ষার্থী বীরগঞ্জের তুষার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পীরগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী

বোদা বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির আর্থিক অনুদান প্রদান