Friday , 22 March 2024 | [bangla_date]

বীরগঞ্জের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হচ্ছে

বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। দেশের প্রায় বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভাবে কৃষকেরা আলুু চাষ করে থাকে। গত বছরের তুলনায় এবছর ধান ও অন্যান্য ফসলের চেয়ে আলু চাষে লাভ বেশি হওয়ায় অধিকাংশ কৃষক বিভিন্ন জাতের আলু চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন। তবে আলু চাষে বিভিন্ন প্রেক্ষাপটে নানান সমস্যা মোকাবেলা করতে হয় কারণ বর্তমান বাজারে কীটনাশক, সার,বীজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম বেশি এবং দিনের পর দিন দাম বাড়তে থাকায় আলু চাষে খরচ বেশি গুনতে হচ্ছে চাষিদের।

তারই ধারাবাহিকতায় এবছর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লক্ষ্য মাত্রার চেয়ে অধিক পরিমাণের আলু চাষ হয়েছে এবং আলুর বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় এই অঞ্চলের অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন। বিশেষ করে এই এলাকার আলু চাষীদের ভাগ্য খুলে গেছে কারণ তাদের চাষকৃত আলু দেশের গণ্ডি পেরিয়ে মালেশিয়া সহ অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে। এতে করে আলুর ব্যাপক চাহিদা ও ভালো দামে আলু চাষীরা আলু বিক্রি করেছে। নারী-পুরুষ সহ শিশুরাও বাছাই করা আলু প্যাকেট করা হয়েছে মালয়েশিয়া পাঠানোর জন্য প্রতিদিন দিন-রাত পরিশ্রম করেছে।

উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের আলু চাষী ওমর ফারুক বলেন, আমি এবছর ১১ বিঘা সানসাইন ও কুমরিকা জাতের আলু চাষ করেছি । আলু চাষে এ বছর আমার প্রায় সাড়ে ৬ লাখ টাকার মতো খরচ হয়েছে এবং আলু বিক্রি করেছি ১১ লক্ষ টাকার মতো। তবে বৈরী আবহাওয়ার কারণে গতবারের থেকে আলুতে স্প্রে, কীটনাশক, বেশি প্রয়োগ করতে হয়েছে তাই খরচ একটু বেশি হয়েছে। তারপর এবছর আমাদের এলাকায় হতে আলু বিদেশে যাওয়ায় আলুর ব্যাপক চাহিদা ও ভালো দামে বিক্রি করতে পেরেছি ফলে লাভ হয়েছে পর্যাপ্ত।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোট ৯৫৬২ হেক্টর জমিতে আলুুচাষ হয়েছে। গত বছর ছিল ৯৫৬০ হেক্টর যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে।

এবছর উপজেলায় ব্যাপক হারে আলু চাষ হয়েছে এবং দাম ভালো থাকায় লাভবান হচ্ছে আলু চাষীরা। বিশেষ করে এ বছর উপজেলায় আলুবাড়ী নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান মালয়েশিয়া সহ অন্যান্য দেশে সানসাইন ও কুমরিকা জাতের আলু রপ্তানি করছে এবং প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি (২৭- ২৮) টাকা কেজি দরে আলু ক্রয় করে প্রক্রিয়াজাত এর মাধ্যমে বিভিন্ন দেশে আলু রপ্তানি করছে। এখন প্রর্যন্ত এই উপজেলা হতে ২৪৩ মেট্রিক টন আলুর বিদেশে রপ্তানি হয়েছে তার মধ্যে সানসাইন, কুমরিকা জাতের আলু অন্যতম। আলুর রপ্তানিতে কৃষকরা বাড়তি দাম পাচ্ছে এবং আলুর চাহিদা ব্যাপক হারের বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা স্বাবলম্বী হচ্ছে। আর আলু চাষীদের সার্বিক বিষয়ে পরামর্শ প্রদানে কৃষি অফিস মাঠ পর্যায়ে কাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চলতি বছর প্রাথমিকের সব পরীক্ষা বাতিল

দিনাজপুরে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরন সমাবেশে হুইপ ইকবালুর রহিম বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের সময় এসেছে

রাণীশংকৈলে অর্জিত হয়নি সরকারের গম সংগ্রহ অভিযান

মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও মানছেন না বীরগঞ্জের মানুষ

দিনাজপুরে অধিকাংশ পুলিশ সদস্য কাজে ফিরেছেন

বীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বোদা পৌর নির্বাচনে আজাহার আলী মেয়র নির্বাচিত

মুজিব শতবর্ষ উপলক্ষে পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিধিনিষেধ না মানায় জরিমানা