Thursday , 7 March 2024 | [bangla_date]

বীরগঞ্জে আনুষ্ঠিক ভাবে যাত্রা শুরু করল স্বপ্ন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে সুপার স্বপ্ন। বুধবার বিকেলে খাঁন সুপার মার্কেটে স্বপ্ন সুপার সপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন সুপার সোপের জোনাল ম্যানেজার মোঃ শাহিনুর ইসলাম, এরিয়া ম্যানেজার ডিলার অপারেশন আলিফ নুর, স্বপ্ন সুপার সোপের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম শাহ্, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইন উদ্দিন আহম্মেদ, বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ, বীরগঞ্জ পৌর কাউন্সিউল আব্দুল বারিক, বনমালী রায়, বিশিষ্ট ব্যবসায়ী হেম চন্দ্র দাস সহ বিভিন্ন ব্যববসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বপ্ন সুপার সোপের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম শাহ্ বলেন, মান সন্মত পন্য সাধারণ মানুষের হাতে লাগালে সব ধরনের পন্য পৌছে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। ন্যায্য মূল্য আর পন্যের মানের বিষয়ে আমাদের উপর আস্থা রাখতে পারবেন সন্মানিত গ্রাহকরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও