Saturday , 16 March 2024 | [bangla_date]

যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো মিলের ছাই ও ধুলোবালুতে অতিষ্ঠ সেতাবগঞ্জ পৌরবাসী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ব্যবসা কেন্দ্রিক উপজেলায় পরিণত হওয়ার কারনে যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো রাইস মিলের ছাই, অবৈধ ট্রাক্টার ও সড়কের ধুলোবালুতে অতিষ্ঠ হয়ে পরেছে সেতাবগঞ্জ পৌরবাসী।
কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাসাবাড়ী ও স্কুলের পাশে গড়ে উঠেছে অটো রাইস মিল। এসব অটোমিলের ছাই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কে ব্যহত করে তুলেছে। ঘড় থেকে বের হলেই চোখে চশমা পড়া জরুরী হয়ে দাঁড়িয়েছে। এই চশমাও অনেক সময় কোন কাজে আসছে না। চশমার ফাক দিয়ে চোখে ঢুকে পড়ছে অটো মিলের ছাই। বাসা বাড়ীর ছাদ, গাছপালা, ভেজা কাপর ও রান্নাকরা খাবার নষ্ট হচ্ছে উড়ে আসা ছাইয়ে কারনে। বোচাগঞ্জ উপজেলায় ৩৫টির মত অটো রাইস মিল চলমান আছে, তাতে হাতে গোনা কয়েকটি অটো মিলে ছাই-ক্লোন (ছাই উড়া প্রতিরোধক) ব্যবস্থা থাকলেও অধিকাংশ মিলে তা নেই। এতে করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের নিয়ে বিপাকে পরেছে অভিভাবক মহল। আগুন ঝড়া ফাগুনের বাতাস শুরু হতে না হতেই অটো মিলের ছাইয়ে সয়লাব পৌরসভার অলিগলি। পৌরশহরের প্রতিটি বাসাবাড়ীর ছাঁদ কিংবা টিনের চালায় জমা হচ্ছে কালো ছাইয়ের আস্তর। নষ্ট হচ্ছে গাছপালা, ফুলের বাগান ও টিনের চালা। নষ্ট হচ্ছে পরিবেশ। পাশাপাশি অবৈধ ট্রাক্টর ধুলোবালি উড়িয়ে বীরর্দপে দাপিয়ে বেড়াচ্ছে সেতাবগঞ্জ পৌরশহরের অলিগলি। এইসব ট্রাক্টারের নেই কোন প্রয়োজনী কাগজপত্র। তারপরও চলছে ঐসব অবৈধ ট্রাক্টার। এই ট্রাক্টারের কারনে ঘটছে সড়ক দুর্ঘটনা। এর মাঝে নতুন ভোগান্তি যোগ হয়েছে দিনাজপুর সেতাবগঞ্জ সড়ক উন্নয়নের কাজ। এই কাজের কারনে সেতাবগঞ্জ পৌরসভার প্রধান সড়ক স্কুল রোড হতে উপজেলা গেইট হয়ে মালিপাড়া পেট্রোল পাম্প প্রযন্ত সড়কে সৃষ্টি হয়েছে ধুলোবালুর স্বর্গরাজ্য।
দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুবায়েত আমিন রেজা জানান, প্রতিটি অটো রাইস মিলে ছাই-ক্লোন স্থাপনের কথা থাকলেও আমরা তা শত ভাগ বাস্তবায়ন করতে পারিনাই। তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি অটো রাইস মিলে ছাই-ক্লোন স্থাপন বাস্তবায়ন করা হবে।
অভিভাবক মহল দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়ী ও স্কুলের পাশে গড়ে উঠা অটো রাইস মিল অন্যত্র সরিয়ে নেয়ার দাবী জানান। পৌরশহরের ধুলোবালি এবং অটোমিলের ছাইয়ের কারনে বেড়ে যেতে পারে চক্ষু রোগী ও শহরের ধুলোবালুর কারনে স্বাসকষ্টের মত জটিল রোগীর সংখা। সেতাবগঞ্জ পৌরসভাসহ উর্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সাধারণ মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেহেরীর খাবার নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

শিক্ষার মান উন্নয়নে বীরগঞ্জ শুভসংঘ স্কুলে মা সমাবেশ

দিনাজপুরে তুমি সুর-আমি কথা অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

ডিআইএসটি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে অধ্যক্ষ একজন প্রকৃত প্রকৌশলী হতে হলে ক্রীড়াসহ সর্বগুনের অধিকারী হবে হবে

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ

সিডিএ’র বিদ্রোহী ভূমিহীন জনসমিতির মাসিক সভা

বারবিট নামে ইনজেকশন ১৬ টাকার ইনজেকশন কিনতে হল ৮০০ টাকায়

পীরগঞ্জে একাধিকবার নির্বাচিত পৌর কাউন্সিলরের মৃত্যু