পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সর্বজনীন পেনশন স্কীম নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলহরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. সাইফুল মালেক, সদর থানার ওসি প্রদীপ কুমার রায়, সহকারী প্রোগ্রামার শিহাব উদ্দীন ও বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক জহির হোসেন। সভায় জানানো হয়, সরকারের যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে সাধারণ মানুষের এখনো স্পষ্ট ধারণা তৈরী হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের কাছে দ্রæত এই ধারণা পৌছে দিতে পারে। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সাধারণ মানুষের মাঝেও সর্বজনীন পেনশন স্কীমের প্রচারণা চালাতে পারে প্রতিষ্ঠান প্রধানরা। এখন সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধিত হতে কাউকে দুরে যেতে হয়না। ঘরে বসে অ্যাপের মাধ্যমে অথবা শেখ রাসেল ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে দ্রæত সময়ের মধ্যে নিবন্ধিত হওয়া যায়।