Friday , 8 March 2024 | [bangla_date]

হিলি সীমান্তে মোটরবাইকের সিটের নিচে উদ্ধার ১০ সোনার বারসহ যুবক আটক

হাকিমপুর প্রতিনিধি \দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি সোনার বারসহ মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোনার বারসহ আটকের ঘটনায় মঙ্গলবার বিকেলে বিজিবি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করলে পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখান। আটক যুবককে বুধবার দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হেেয়ছে।
মেহেদী হাসান (৩৪) হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের বাসিন্দা এবং হাকিমপুর পৌর শহরের হিলি স্থলবন্দরের ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের একজন এজেন্ট ব্যবসায়ী।
এর সত্যতা নিশ্চিত করেন হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন।
হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন মামলার এজাহার সুত্র উল্লেখ করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট বাজার থেকে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের মংলা বিজিবি ক্যাম্পের সদস্যরা মেহেদী হাসানকে আটক করেন। মেহেদীর কাছ থেকে পাওয়া প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১০০গ্রাম। ১০টি সোনার বারের আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ টাকা বলে মামলার এজাহারে বলা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার হবে-এমন খবর পায় মংলা বিজিবি ক্যাম্প। এজন্য হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় সেখানে বিরামপুর থেকে হিলিগামী একজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তাঁর শরীর ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০টি সোনার বার পাওয়া যায়।
বিজিবির জব্দ করা সোনার বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অগ্রণী ব্যাংক লিমিটেড লক ডাউন ঘোষনা

ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের ৬২ তম মৃত্যুবার্ষিকী আজ

জীবনযুদ্ধে জয়ী বীরগঞ্জের এক জয়িতা নারী

কালীপূজায় দুই দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোজাফফরকে আর্থিকসহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছ পরে টেকনিক্যাল কলেজের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বীরগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট আটক

দিনাজপুরে মাছের পোনা উৎপাদনে সফল সাদেকা বানু

হরিপুরে আইনশৃঙ্খলা ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত