Wednesday , 24 April 2024 | [bangla_date]

অবশেষে পঞ্চগড়েও বাড়ছে তাপমাত্রার পারদ

পঞ্চগড় প্রতিনিধি\ এবার তাপ প্রবাহের কবলে পড়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়েও। একদিনের ব্যবধানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় জেলায় মৌসূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগের দিন সোমবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩৪ ডিগ্রি সেলসিয়ামের মধ্যে রেকর্ড করা হলেও প্রখর রোদের কারণে মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ১৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের হিসাবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেটি মৃদু, সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৩৯.৯ হলে মাঝারী, সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪১.৯ হলে তীব্র এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪২+ হলে অতি তীব্র তাপ প্রবাহ ধরে নেয়া হয়। তাদের হিসাবে গতকাল মঙ্গলবার পর্যন্ত পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল। এদিকে গতকাল মঙ্গলবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং নীলফামারীর ডিমলায়।
এদিকে হঠাৎ করে তাপ প্রবাহ শুরু হওয়ায় বিপাকে পড়েছে পঞ্চগড়ের মানুষজন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোর এখন হাঁসফাঁস অবস্থা। পেটে তাগিদে প্রচন্ড গরমের মধ্যেও তারা তাদের কাজ করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর ফাঁকা হয়ে যেতে থাকে বাজার-ঘাট। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। আর আকাশে মেঘ জমলেও দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি থাকায় চা উৎপাদনে ধ্বস নেমেছে। কাঁচা চা পাতার ন্যায্যমূল্য না পেলেও নিয়মিত সেচ দিতে হচ্ছে চা বাগানে। এরপর শেষ রক্ষা হচ্ছে না। প্রখর রোদে ঝলসে যাচ্ছে চা গাছ। শুধু চা নয়; উঠতি ফসলের মধ্যে ধান, মরিচ, ভ‚ট্টা, চিনা বাদাম, টমেটোসহ অন্যান্য ফসলের চরম ক্ষতি হচ্ছে। এতে করে উৎপাদন খরচ বেড়ে যাওয়াসহ উৎপাদনও অনেক কমে যেতে পারে বলে জানিয়েছেন কৃষকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার বিকেল ৩ টায় এখানে মৌসূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কম হলেও বেড়ে চলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে বলে তিনি আশংকা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

চিরিরবন্দরে ট্রাক্টর-অটোচার্জার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রাণীশংকৈলে কৃষকদলের পরিচিতি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়

রাণীশংকৈল হাসপাতালের দুটি এম্বুলেন্স দীর্ঘদিন ধরে অকোজো

বীরগঞ্জে পলাশী সমাজ উন্নয়ন সংস্থা’র স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা

রানীশংকৈল জাতীয় পাটির দ্বি-বার্ষিক ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

পার্বতীপুরে ইয়াবাসহ যুবক আটক

লিগ্যাল এইডের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ যেন বিচার পায় সে ব্যাপারে আরও প্রচার ও তৎপরতা বাড়াতে হবে–রেলপথ মন্ত্রী

বীরগঞ্জে ১৩ জন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ