Friday , 26 April 2024 | [bangla_date]

কাহারোলে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে একটি পেট্রল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দশমাইল মোড়ের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে আরিফ ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় ঘণ্টাব্যাপী দশমাইল থেকে বীরগঞ্জ, দশমাইল থেকে সৈয়দপুর ও দশমাইল থেকে দিনাজপুর মহাসড়কে প্রায় ১৩-১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দুটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি তেলের লরি পুড়ে গেছে। তাতে ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেট্রল পাম্পের মালিক আসাদুজ্জামান আসাদ বলেন, তাঁর পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে।

পেট্রল পাম্পের ম্যানেজার শাকিব বলেন, পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পৌঁছাতে দেরি হওয়ার অভিযোগে উপস্থিত লোকজনের হামলায় ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক কাজী নজমুজ জামান বলেন, মহাসড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে পৌঁছায়। এ কারণে বিক্ষুব্ধ জনতার হামলায় ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া জুয়েল নামের এক ট্রাকমালিক তাঁর ট্রাকটি সরাতে গিয়ে আহত হন।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, দিনাজপুরের কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভূয়া এনজিও

জেলা আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশে- এ কে এম জিয়াউল আলম আনসার ভিডিপির সকল সদস্যই একটি সিসি ক্যামেরা

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

রাণীশংকৈলে ডিবি’র হাতে ১১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

“প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে প্রবেশাধিকার নিশ্চিতকরণ“ শীর্ষক গোলটেবিল বৈঠক

রামনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান

চিরিরবন্দরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক