Tuesday , 23 April 2024 | [bangla_date]

গবেষণা ক্ষেত্র নির্ধারণের জন্য হাবিপ্রবিতে অনুষদ ভিত্তিক কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে সকল অনুষদের (৮ টি) শিক্ষকগণের জন্য প্রাধিকার ভিত্তিক গবেষণা ক্ষেত্র নির্ধারণের জন্য অনুষদ ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রথম দিনে সকাল ১০ টায় অডিটোরিয়াম-২ তে কৃষি অনুষদের শিক্ষকগণের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। সভাপতিত্ব করেন আইআরটি এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, সঞ্চালনা করেন আইআরটি এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ সুলতান মাহমুদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন নতুন জ্ঞানের সৃষ্টি করা, এই নতুন নতুন জ্ঞান সৃষ্টি হবে গবেষণার মাধ্যমে। এটি ছাড়া নতুন জ্ঞান সৃষ্টির কোন সুযোগ নেই। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা। তিনি বলেন, কৃষিবিজ্ঞান হচ্ছে সবচেয়ে গতিশীল, প্রতিনিয়ত এটি পরিবর্তিত হচ্ছে, নতুন নতুন ধারণা ও প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। তিনি বলেন, আমরা বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছি, একেকজন একেক বিষয়ে এক্সপার্ট। এক্ষেত্রে আমাদের গবেষণার জন্য প্রাধিকার ভিত্তিক গবেষণা ক্ষেত্র নির্ধারণ করতে হবে। যেমন দিনাজপুরের দুটি উল্লেখযোগ্য বিশেষত্ব হলো লিচু তথা বেদেনা লিচু ও কাটারিভোগ চাল। গবেষণা করে এগুলোর বৈশিষ্ট বিশেষ করে জিন গুলো আমরা আবিস্কার করতে পারি। বেদেনা লিচুর জিনোম সিকুয়েন্স আবিস্কার করে এটি যদি আমরা অন্যান্য জাতের লিচুতে ট্রান্সফার করতে পারি তবে ভালো কিছু করা সম্ভব। তিনি আরও বলেন, সামনে আমরা হাবিপ্রবির ২৫ বছর প‚র্তি উদযাপন করতে যাচ্ছি, এই ২৫ বছরে আমাদের কন্ট্রিবিউশন কি , বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি পেয়েছি এবং বিশ্ববিদ্যালয় ও দেশকে আমরা কি দিয়েছি এটি নিয়ে চিন্তা করতে হবে। পরিশেষে এ ধরণের প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি আইআরটি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের মামলায় জনপ্রতিনিধি গ্রেপ্তার

বীরগঞ্জে শ্রেষ্ট সহকারী শিক্ষক স্বপন কুমার শর্মা ও রাজিয়া

বঙ্গবন্ধু কন্যা দেশের সকল মানুষের জন্য ভাত কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করেছেন -হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে একই রাতে ৭ দোকানে চুরি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র আহসান উল্লাহ ফিলিপ।

হরিপুরে সম্ভাব্য এমপি প্রার্থী ফিলিপের গণসংযোগ

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ইউনিয়ন ভ‚মি অফিসে দালালের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধ এলাকায় শুরু হয়েছে মাছ ধরা উৎসব !

পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আটোয়ারীতে ড্রিমার্স বাংলাদেশের ঈদ বাজার সামগ্রী বিতরণ