Monday , 15 April 2024 | [bangla_date]

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সারওয়ার হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য এডভোকেট মো. রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম সরকার।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, যুবলীগ নেতা ইফতেখার আহমেদ বাবু, উপজেলা আনসার ভিডিপি ও কোম্পানী কমান্ডার মুক্তার হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. সেলিম রেজা, শিক্ষক শিবু কিস্কু, সমাজ সেবক আতিকুর রহমান টুকু।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাজেদা বেগম, বর্তমান ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, সাবেক ইউপি সদস্য মর্জিনা বেগম, আওয়ামী লীগ নেত্রী নার্গিস খাতুন, সাবেক কাউন্সিলর মোছা ফেরদৌসি বেগম বিলকিস, সমাজ কর্মী আফরিন সুলতানা এমি, লাকী আক্তার ও শবনম হক।

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীনুর আলম জানান, আগামী ৮ই মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৪ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে ঘোড়াঘাট উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৮২ টি, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৩ হাজার ২১৫ টি, নারী ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৮ শ ৬৭ টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৫১টি পরিবারের মাঝে ভেড়া বিতরণকালে এমপি গোপাল রাজনীতির মাঠে খেলার যোগ্যতা হারিয়েছে বিএনপি

বোচাগঞ্জে (ডেভিল হান্ট) পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনসহ ৬জন গ্রেফতার

বীরগঞ্জ পল্লীতে মোবাইল গেমস আসক্ত কিশোরের আত্মহত্যা

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

পীরগঞ্জে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের স্মারকলিপি প্রদান

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার

কাহারোলে বট-পাকুড়ের বিয়ের অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি