Thursday , 25 April 2024 | [bangla_date]

তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে সোহেল আহমেদ অন্যন্য উদ্যোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ সারাদেশে তীব্র তাপদাহে চরম দুর্ভোগ নেমে এসেছে দিনাজপুরের বীরগঞ্জের শ্রমজীবি,পথচারী মানুষের মাঝে। তীব্র তাপদাহের পাশাপাশি বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ট প্রাণিকুল।তীব্র তাপদাহকে উপেক্ষা নিরুপায় হয়ে জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে তাদের।
প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটে চলা মানুষগুলি যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত তখন তাদের জন্য মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত তরুন সমাজ সেবক সোহেল আহমেদের অনন্য আয়োজন সবার নজর কেড়েছে। তিনি পৌর শহরের প্রতিটি মোড়ে মোড়ে ঠান্ডা পানির বোতলের কাটুন রেখে দিয়েছেন খেটে খাওয়া শ্রমজীবি মানুষের জন্য। সেখান থেকে তৃষ্ণার্ত মানুষ তাদের প্রয়োজনে নিজেই পানির বোতল সংগ্রহ করেন। শ্রমজীবি মানুষের পাশাপাশি পথচারীরাও এই সুবিধা থেকে বাদ পড়েনি। মানুষের তৃষ্ণা মেটানো জন্য বুধবার দিনভর ঠান্ডা পানির বোতল বিতরনের দৃশ্য সাধারন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সোহেল আহমেদের এই উদ্যোগেকে স্বাগত জানিয়ে রিক্সা চালক রবিউল ইসলাম জানান, জীবনের তাগিদে রিক্সা নিয়ে কাজে বের হয়েছি। এই প্রচন্ড তাপদাহে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহুর্তে পথের ধারে রাখা ফ্রিজের ঠান্ডা পানির বোতল যেন আমাদের কাছে আশির্বাদ হিসেবে মনে হয়েছে।
একই কথা জানিয়ে ভ্যান চালক মোঃ সফিকুল ইসলাম জানান, প্রচন্ড তাপদাহে আমাদের ভ্যান নিয়ে বের হতে হয়েছে। কারণ বসে থাকার মতো সুযোগ আমাদের নেই। দ্রব্য মূল্যের উর্ধগতিতে একদিন ভ্যান নিয়ে বের না হলে সংসার চালানো কঠিন হয়ে যায়। ভ্যান নিয়ে ক্লান্ত শরীরে মোড়ে মোড়ে খাবার ঠান্ডা পানি পেয়ে শরীর কিছু বেগ পেয়েছে। শ্রমজীবি মানুষের জন্য এ ধরণের মানবিক উদ্যোগগুলি আরও বেশি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত।
এ ব্যাপারে সোহেল আহমেদ বলেন, প্রচন্ড তাপদাহে শ্রমজীবি মানুষের পাশে থাকার জন্য এটি সামান্য উদ্যোগ। সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষের উচিত যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকার জন্য সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করা। কারণ আমাদের ক্ষুদ্র উদ্যোগে উপকৃত হবে দেশের সকল মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে লিচু-আমসহ ফলের বাজারজাতে মাহালি স¤প্রদায় বাঁশের খাঁচা বা টুকরি তেরীতে এখন ব্যস্ত

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ না: আব্দুর রহমান

বীরগঞ্জে বিএনপির সভাপতি মনজুরুল কে ফুলের শুভেচ্ছা-নবগঠিত শ্রমিক দলের

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের পরিচিতি সভা

রাণীশংকৈলে শিশুকন্যা দিবসে শিশু অনু’র মৃত্যু

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত  শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জে মাটির দেওয়াল চাপায় এক নারীর মৃত্যু

বিরলে সাংবাদিকদের সাথে ভুমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা